দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্যের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বারবার চিঠি লিখে, খোদ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেও কোনও কাজ হয়নি। এরই প্রতিবাদে এবার কলকাতায় আম্বদকর মূর্তির সামনে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ওড়িশা যাওয়ার আগে এমনটাই জানিয়ে দিলেন তিনি।আজ, মঙ্গলবার ওড়িশা যাওয়ার আগে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসনিক প্রধান জানান, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, লাঞ্ছনা এবং নয়াদিল্লির একনায়ক মনোভাবের বিরুদ্ধে ধর্নায় বসছেন তিনি। আগামী ২৯ মার্চ দুপুর ১২টায় বিধানসভায় বাবাসাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী। টানা দু’দিন চলবে (৩০ মার্চ) এই ধর্না। এদিন তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী হিসাবে এই ধর্না কর্মসূচি করব।’চিঠি লিখে, দেখা করে এমনকী সমস্ত নথি পাঠিয়েও টাকা মেলেনি একশো দিনের কাজের।
নানা বাহানা করে তা আটকে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘১০০ দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনা—কোনও প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। যে কাজ এখানে হয়ে গিয়েছে, সেই টাকাও আটকে রেখেছে। তাই বাধ্য হয়েই এই ধরনা কর্মসূচি নিতে হয়েছে। ছ’মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছিলাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বাংলায় বৈঠক করতে এসেছিলেন তখন তাঁকেও বলা হয়েছিল। একাধিক চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকার বাংলার বিরুদ্ধে আর্থিক অবরোধ জারি রেখেছে।’রাজ্যে একদিকে শিক্ষকরা ধর্নায় বসেছেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে, ডিএর দাবিতে ধর্নায় বসেছেন সরকারি কর্মচারীরা। এরমধ্যে খোদ মুখ্যমন্ত্রী ধর্নায় বসার ঘোষণা করায় আগামী সপ্তাহে সরগরম হয়ে উঠবে রাজ্য রাজনীতি। পাশাপাশি ওই ধর্না কর্মসূচির পর আন্দোলনকে ব্লকস্তরে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ফলে উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে।