Breaking News

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি!ফের অপেক্ষা করতে হবে সরকারি কর্মীদের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। এই মামলার শুনানি ১১ এপ্রিল ধার্য করা হয়েছে। প্রচুর মামলার চাপ থাকায় আপাতত এই মামলা পিছিয়ে দেওয়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত, জানুয়ারি মাসেও এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে প্রায় দুই মাস এই মামলা পিছিয়ে যায়। আদালত সূত্রে খবর, রাজ্য সরকারের জমা করা হলফনামায় বেশ কিছু ভুল থাকার কারণেই জানুয়ারি মাসে মামলার দিন পিছিয়ে দেন বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ।আবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, শুনানি হবে ১১ এপ্রিল। এই নিয়ে সুপ্রিম কোর্টে পাঁচবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি।

কলকাতায় শহীদ মিনার ময়দানে যৌথ সংগ্রামী মঞ্চের অবস্থান মঞ্চ থেকে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, আদালতের উপর তাঁদের ভরসা আছে। বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন চলবে। গত ১৮ মার্চ থেকে তাঁরা ডিজিটাল ধর্মঘট শুরু করেছেন। বিচারপতি হৃষিকেশ রায়ও মঙ্গলবারের শুনানির আগে এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন। ফলে ফের নতুন বেঞ্চ গঠন করতে হয়। এবারে বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে বেঞ্চ গঠন হয়। মঙ্গলবার সেই বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতিরা জানান এই মামলার শুনানি প্রক্রিয়া দীর্ঘ হবে। আর মঙ্গলবার মামলার চাপ রয়েছে। এত দীর্ঘ শুনানি সম্ভব হবে না। তাই মামলায় নতুন করে ১১ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়।শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত হতাশ ধর্মতলার ধরনারত সরকারি কর্মীরা। তবে যতদিন ডিএ নিয়ে কোনও আশ্বাস না মিলছে, ততদিন অনশনের দাবিতে অনড় তারা। রাজ্য সরকারি কর্মীদের ওই অংশের বক্তব্য, ডিএ তাঁদের ন্যায্য অধিকার। তাই সেটা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে রাজ্য সরকারের অবস্থানও স্পষ্ট। কোনওভাবেই জনকল্যাণমুখী প্রকল্প বন্ধ করে ডিএ দেওয়া হবে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *