প্রসেনজিৎ ধর :- ভোটের বাকি আর মাত্র দিন কয়েক তার আগেই পুরোদস্তুর নিজেদের ক্ষমতা বজায় রাখতে প্রতিদিনই নিত্য নতুন চ্যালেঞ্জ ছুঁড়ছে বিজেপি। একাধিক জনসভা এবং মিটিং থেকে তৃণমূলের বিরুদ্ধে উগরে দিচ্ছে ক্ষোভ। এদিন আবারও নিউ টাউনের জনসভা থেকে গর্জে উঠলেন ভারতী ঘোষ। জানালেন, “দিন দিন বাড়ছে বেকরাদের হার। বাংলায় শিল্প নেই, নেই চাকরি। এতো বছর কেটে গিয়েছে কিন্তু মাননীয়া কিছুই করেনি। তিনি বাংলার মানুষদের শুধুই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। কিন্তু এভাবে আর কতদিন চলবে? আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন বাম দল ছিলো, তারপর উনি ক্ষমতায় এসে কিছু করেন নি । শুধু আশা দিয়েছেন লোক ভুলিয়েছেন। আর মানুষ দেনার দায়ে ডুবছেন।” আসন্ন ভোট আসতেই ক্রমেই বাড়ছে হাড্ডাহাড্ডি লড়াই তারমাঝে দুই দলের বিবাদে একটা কথা স্পষ্ট ভোট ময়দানে বৈতরণী পার করতে এবার বেশ চাপ রয়েছে বাংলার শাসক শিবিরের।