প্রসেনজিৎ ধর, কলকাতা :- সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসকে শপথবাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।বুধবার দুপুরে সাগরদিঘি কেন্দ্রের কংগ্রেস বিধায়ককে বিধানসভায় নৌসার আলি কক্ষে শপথবাক্য পাঠ করান তিনি |বায়রন বিশ্বাস গত ২ মার্চ সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হন। কিন্তু নির্বাচিত হওয়ার পর বিধানসভার অধিবেশন না চলায় এবং বিভিন্ন জটিলতায় তাঁর শপথগ্রহণ হচ্ছিল না। অবশেষে রাজ্যপাল এবং অধ্যক্ষ টানাপোড়েন শেষে তাঁর শপথগ্রহণ হল বুধবার। শাসকদলের তরফে উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু।
বিজেপির বেশ কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন। কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন দুই প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, নেপাল মাহাতো।কংগ্রেস বিধায়কের শপথের পরই তাঁকে বেনজিরভাবে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় বিজেপির তরফে। একগুচ্ছ ফুল দিয়ে কংগ্রেস বিধায়ককে অভিনন্দন জানান বিজেপির তিন বিধায়ক বঙ্কিম ঘোষ, সত্যেন রায়, অম্বিকা রায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় আসতে পারেননি। তবে শুভেন্দুর নির্দেশেই ওই তিন বিজেপি বিধায়ক বায়রনকে শুভেচ্ছা জানিয়েছেন বলে খবর। তাৎপর্যপূর্ণভাবে শাসকদলের তরফে পরিষদীয় মন্ত্রী, বিধানসভার দলনেতা বা মুখ্য সচেতকরা শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।বিধানসভার অধ্যক্ষকে একটি চিঠি পাঠিয়ে রাজ্যপাল লিখেছেন, ‘সংবিধানের ১৮৮ ধারা অনুযায়ী বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উপরই আমি দায়িত্ব দিচ্ছি। তিনিই সাগরদিঘি বিধানসভা থেকে জয়ী বায়রন বিশ্বাসকে শপথবাক্য পাঠ করাবেন।’ সেই চিঠি গতকাল, মঙ্গলবার বিধানসভায় পৌঁছনর পর বুধবার কংগ্রেসের একমাত্র বিধায়ককে শপথবাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনের পরই অভিযোগ করেছিলেন, বায়রন বিশ্বাস বিজেপির লোক। কংগ্রেস তাঁকে প্রার্থী করেছে। আর বামেরা সমর্থন করে জিতিয়েছে।