দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসসির গ্রুপ সি-র কাউন্সেলিংয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়। জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৮৪২ চাকরিহারা। সেই আবেদনে সাড়া দিল না আদালত। ফলে কাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং শুরু বলে খবর। গ্রুপ সির শূন্যপদে কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ জারির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি চোরেদের একাংশ। সেই মামলায় বুধবার কোনও স্থগিতাদেশ দিতে অস্বীকার করে আদালত।
এদিন আদালতে সওয়ালে ‘খেলা হবে’ শব্দবন্ধ উচ্চারণ করেন চাকরি চোরেদের আইনজীবী। পরে যদিও আদালতের নির্দেশে তিনি তা প্রত্যাহার করে। এদিন সিবিআইয়ের তরফে জানানো হয়, যে ওএমআর শিটগুলি তারা এসএসসিকে পাঠিয়েছিল সেগুলি বিকৃত নয়। অর্থিক দুর্নীতির তদন্ত চলছে। খুব তাড়াতাড়ি মাথা খুঁজে বার করা হবে। এসএসসি-র আইনজীবী বলেন, ওএমআর শিট বিকৃত নয় নিশ্চিত হয়েই সুপারিশপত্র বাতিল করা হয়েছে।এদিন মামলাকারীদের আইনজীবী বলেন, এসএসসি , মধ্যশিক্ষা পর্ষদ ও জেলা স্কুল পরিদর্শকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হোক। অনুমোদন নিয়ে চাকরিতে যোগদান করেও কেন বরখাস্ত হতে হল? এমনকী নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে থাকা সংস্থা NYSA-র ভূমিকাও খতিয়ে দেখার দাবি জানান তিনি।আদালতের নির্দেশের ফলে বৃহস্পতিবার থেকেই শুরু হতে পারে গ্রুপ সির কাউন্সেলিং। যার ফলে যোগ্য চাকরিপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে |