দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত ২৩ বিজেপি কর্মী আদালতের রক্ষাকবচ পেলন। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, যতদিন না পর্যন্ত এ ব্যাপারে জনস্বার্থ মামলায় ডিভিশন বেঞ্চের রায় বেরোচ্ছে ততদিন পুলিশ তাদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। তাঁর আরও নির্দেশ, এই সময়ের মধ্যে তারা দিনহাটা মহকুমার বাইরে বেরোতে পারবে না। ২৯ মার্চ পর্যন্ত ওই রক্ষাকবচ জারি থাকবে।মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ।দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ২৩ জন বিজেপি কর্মীকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। ওই ঘটনায় ৪৮ জন বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। তার মধ্যে ২৩ জনকে গ্রেফতার করা হয়। যদিও বিজেপির দাবি নিশীথের কনভয়ে হামলা চালিয়েছে তৃণমূল।বিজেপির দায়ের করা মামলায় বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলার রায় না দেওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
তবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্তরা দিনহাটা মহকুমার বাইরে বেরোতে পারবেন না। আগামী ৩০ মার্চ মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত।গত ২৬ ফেব্রুয়ারি কোচবিবারের বুড়িরহাটে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগদান করতে যান স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানে নিশীথকে উদ্দেশ করে তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিশীথের গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে দাবি বিজেপির। ওই ঘটনায় পালটা বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধেই মামলা দায়ের করে সাহেবগঞ্জ থানার পুলিশ। অভিযোগ দায়ের হয় বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু, বিজেপির জেলা সহ-সভাপতি দীপা চক্রবর্তী, মহিলা মোর্চার জেলা সভাপতি অর্পিতা নারায়ণ, দিনহাটার বিজেপি নেতা অজয় রায়, জয়দীপ ঘোষের বিরুদ্ধে।
Hindustan TV Bangla Bengali News Portal