দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ফের পিছল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে অনুব্রতর জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি দীনেশ শর্মা অনুপস্থিত থাকায় মামলার শুনানি পিছিয়ে যায়। জানা যাচ্ছে, আগামী ২৯ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে।উল্লেখ্য, গোরু পাচার মামলায় গত বছর সিবিআই -এর হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। এরপর তিনি আসানসোল সংশোধনাগারে ছিলেন। এরপর তাঁকে হেফাজতে নেয় ইডি এবং অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আদালতের নির্দেশে তিহারে রয়েছেন।
আজ তাঁর জামিন সংক্রান্ত মামলার শুনানি দিল্লি হাইকোর্টে ওঠার কথা ছিল। কিন্তু, তা পিছিয়ে যাওয়ায় তিহারেই থাকতে হচ্ছে তাঁকে।এদিকে তিহারে বাঙালি খাবার না পেয়ে মনমরা অনুব্রত মণ্ডল। দিল্লিতে ইডি -র হেফাজতে থেকেও বাঙালি খাবার পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। আলুপোস্তও পাতে পড়েছিল তাঁর। কিন্তু, তিহারে নিয়ম মেনেই খাবার খেতে হচ্ছে তাঁকে। এমনকী, তিহারে প্রথম রাতে ভালো ঘুম হয়নি কেষ্টর, জানা গিয়েছে এমনটাই। উল্লেখ্য, কিছুদিন আগেই অনুব্রত মণ্ডল রাউস অ্যাভিনিউয়ের প্রোটেকশন ওয়ারেন্ট, ইডি-র হাতে গ্রেফতারি নিয়ে দ্বারস্থ হয়েছিল দিল্লি হাইকোর্টের। এদিনই অনুব্রত মণ্ডলের জামিনের শুনানি হওয়ার কথা ছিল। জানা যাচ্ছিল, অনুব্রত মণ্ডলের আইনজীবীরা তাঁর জামিনের জন্য সওয়ালের প্রস্তুতিও করছিলেন জোরালভাবে, জানা যাচ্ছিল এমনটাই।আপাতত তিহার জেলে থাকতে হবে বীরভূমের কেষ্টকে। বর্তমানে তিহার জেলে রয়েছেন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, হিসাবরক্ষক মণীশ কোঠারিও। প্রসঙ্গত গরু পাচার মামলায় প্রথমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে। এই মামলায় সমান্তরালভাবে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করে সিবিআই। অনুব্রত মণ্ডলের নামে এবং তাঁর মেয়ের নামে বহু সম্পত্তির হদিশ মিলেছে।
Hindustan TV Bangla Bengali News Portal