নিজস্ব সংবাদদাতা :- বাংলায় বিধানসভা নির্বাচন আর কিছুদিনের অপেক্ষা মাত্র | আর ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্য পুলিশে বড় রদবদল | অনুজ শর্মার জায়গায় কলকাতার নতুন নগরপাল হলেন সৌমেন মিত্র | তিন বছর হয়ে যাওয়ার কারণেই নিয়ম মেনে পুলিশ কমিশনার পদে বদল করা হচ্ছে বলে খবর | রাজ্যের স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে অনুজ শর্মাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে |
অনুজ শর্মাকে সিআইডি-র এডিজি পদে নিয়োগ করা হচ্ছে | সিদ্ধার্থনাথ গুপ্তকে দক্ষিণবঙ্গের এডিজি করা হয়েছে | এডিজি আইনশৃঙ্খলা হয়েছেন জাভেদ শামিম | হাওড়ার কমিশনার করা হয়েছে সি সুধাকরকে | বিধাননগর পুলিশের কমিশনার হয়েছেন সুপ্রতিম সরকার | ব্যারাকপুরের নতুন কমিশনার হয়েছেন অজয় নন্দ | এছাড়া জ্ঞানবন্ত সিংকে এডিজি এপি, কুণাল আগরওয়ালকে মেদিনীপুরের ডিআইজি ও মুকেশকে বারাসত রেঞ্জের ডিআইজি করা হয়েছে | জানা গেছে, বদলি হওয়া অফিসাররা প্রত্যেকেই নির্বাচন কমিশনের নজরে ছিলেন | বেছে বেছে সেই পুলিশ আধিকারিকদের বদলি করেছে নবান্ন বলে সূত্রের খবর | জানুয়ারি মাসের শেষ সপ্তাহে যখন রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল, সে সময় অনুজ শর্মা ও জ্ঞানবন্ত সিংকে কড়া বার্তা শোনানো হয়েছিল | রাজ্য প্রশাসনকে নির্বাচন কমিশন পরামর্শ দিয়েছিল, বিতর্কে নাম জড়াতে পারে এমন পুলিশ আধিকারিকদের যেন ভোটের আগেই বদলি করা হয় |