Breaking News

‘নারদা ছাড়া প্রমাণিত অভিযোগ নেই’, শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করেই নারদা ইস্যুতে শুভেন্দুকে বিঁধলেন কুণাল ঘোষ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতির পর নারদকাণ্ড নিয়েও নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর নিশানায় সেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর একটি ভিডিয়ো পোস্ট করে কুণাল প্রশ্ন তুললেন, কেন এখনও শুভেন্দুকে গ্রেফতার করা হয়নি? নিরপেক্ষতা নিয়ে খোঁচাও দিলেন সিবিআইকে। শুভেন্দু যদিও এই নিয়ে মুখ খুলতে চাননি। তাঁর দফতর আবার কুণালকে ‘জেলখাটা আসামি’ সম্বোধন করে জানিয়েছে, এই নিয়ে কোনও মন্তব্য করবে না।বিরোধী দলনেতার কথাকে হাতিয়ার করেই এবার ময়দানে নেমেছেন কুণাল। শুক্রবার টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন কুণাল। যেই ভিডিওতে শুভেন্দুকে প্রকাশ্যে বলতে শোনা যাচ্ছে, ‘‘আড়াই বছর ধরে সাঁতার কেটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার বিরুদ্ধে। হাঁপিয়ে গিয়েছেন। আমাকে বিচারব্যবস্থা সুরক্ষা দিয়েছে। কারণ, মিথ্যে অভিযোগ উঠেছে। আমি তিন দশকেরও বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত।

ছাত্রনেতা হিসাবে ১৯৮৮-এ রাজনীতি শুরু করি। ১৯৯৫ সালে কাউন্সিলর নির্বাচিত হই। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে, আপনারা যা-ই বলুন না কেন, ওই নারদ স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনও অভিযোগ নেই।’’ভিডিওতে শুভেন্দুকে নিজের মুখেই বলতে শোনা যাচ্ছে যে তার বিরুদ্ধে নারদা স্টিং অপারেশনের প্রমান রয়েছে। শুভেন্দুর বলা এই একটি লাইনকে হাতিয়ার করে আসরে কুণালবাবু। সমাজমাধ্যমে কুণাল শুভেন্দুর কথা উদ্ধৃত করে লিখেছেন, ‘‘‘নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই।’ প্রমাণিত! নিজের মুখেই। তা হলে গ্রেফতার নয় কেন? সিবিআই কী করছে? এটা নিরপেক্ষতা? আর সারদা?’’এরপর কুণালের আরও দাবি, তদন্ত হচ্ছে না বলেই এত কথা বলার সুযোগ পাচ্ছেন শুভেন্দু। আর এই সুযোগের জন্য দল বদল করেছেন বিরোধী দলনেতা। তার কথায়, “তদন্ত হচ্ছে না বলেই তো বড় বড় কথার সুযোগ। সেই ভয়েই তো দলবদলু হয়ে বিজেপিতে। সিবিআই ধরবে না জেনেই এই মেকি বীরত্ব।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *