নিজস্ব সংবাদদাতা :- সদ্যই পুরনো দল ত্যাগ করে নতুন দলে যোগ দিয়েছেন নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। আর নতুন দলে যোগ দিতেই প্রাণনাশের হুমকি পেলেন তিনি। ইতিমধ্যেই হুমকি দিয়ে শান্তিপুরের করমচাপুর এবং বাগদেবীপুর এলাকায় একাধিক দেওয়ালে নীল কালিতে লিখে দেওয়া হয়েছে বেশ কিছু কথা। লেখা হয়েছে, সাত দিনের মধ্যে অরিন্দম ভট্টাচার্য শান্তিপুর না ছাড়লে তাঁর খুনের দায় তাঁকেই নিতে হবে৷ অবশ্য এই হুমকি দেখে অরিন্দম ভট্টাচার্যের অভিযোগ, “এর আগেও বিজেপি-কে ভোট দিলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে৷ এর আগে এই শান্তিপুরের মাটিতে আমার রক্ত পড়েছে, আবারও না হয় পড়বে৷ কিন্তু আমি শান্তিপুর ছেড়ে যাইনি৷ শান্তিপুর ছেড়ে এক পা নড়ব না।” অন্যদিকে এই দেওয়াল লিখনের ব্যাপারে বিজেপি সম্পূর্ণ অভিযোগই অস্বীকার করেছে। কিন্তু পরে পুলিশি তৎপরতায় ওই এলাকার দেওয়াল লিখন মুছে দেওয়া হয় বলে সূত্রের খবর।