নিজস্ব সংবাদদাতা :- গত বছরের ৪ অক্টোবর টিটাগড়ে পার্টি অফিসের সামনে ঢিল ছোড়া দূরত্বে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল বিজেপি নেতা মণীশ শুক্লাকে| এরপর মনীশ শুক্লার খুনের তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। দেখতে দেখতেই বেশ কয়েক মাস কেটে গিয়েছে কিন্তু খুনের তদন্ত এখনো এগোয় নি। কিন্তু এবার মণীশ শুক্লা খুনের ঘটনায় শার্প শুটার অনিশ ঠাকুরের হদিস পেলো সিআইডি ব্যুরো|
ইতিমধ্যেই অনীশকে গ্রেফতার করেছে তামিলনাড়ু পুলিশ, কারণ সম্প্রতি তামিলনাড়ুতে চন্দ্রপুরা এলাকায় স্বর্ণ ঋণপ্রদানকারী সংস্থাতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে অনীশ| এরপর তাকে গ্রেফতার করেই খবর দেওয়া হয় সিআইডিকে, তাই অনীশকে জেরা করতেই এবার তামিলনাড়ু যাচ্ছে সিআইডি টিম। যদিও এই সন্দেহের তালিকায় রয়েছে আরো বেশ কয়েকজন। সূত্রের খবর অনীশ কে জেরা করে বারাকপুরে কোর্টে সিআইডি প্রোডাকশন ওয়ারেন্ট জন্য আবেদন করবে| আর তা যদি আদালত মঞ্জুর করে তখন তামিলনাড়ু থেকে অনীশকে কলকাতাতে এনে আবার জেরা করা হবে। তবে যতক্ষন পর্যন্ত না গ্রেফতার করা হচ্ছে ততক্ষন কিছু বলা সম্ভব নয়।