দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার আর্থিক দুর্নীতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা কলকাতা পুরসভার কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়কে তলব করল তারা। চলতি সপ্তাহেই তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, তাঁর পরিবারের এক সদস্যকে যে ইডি তলব করেছে সেকথা সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্বীকারও করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার মন্ত্রিসভার বৈঠকে এব্যাপারে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইডি – সিবিআই তো আমার পিছনেই লেগে রয়েছে। বাড়ির মেয়ে-বউদের নোটিশ পাঠাতে শুরু করেছে।
গত ৮ ফেব্রুয়ারি বালিগঞ্জে গজরাজ গ্রুপ নামে এক নির্মাণসংস্থার দফতরে ইডির তল্লাশিতে উদ্ধার হয় ১ কোটি ৩০ লক্ষ টাকা। সেই লেনদেনের সঙ্গে যোগ পাওয়া যায় জিট্টি ভাই নামে এক ব্যবসায়ীর। তদন্তকারীরা জানতে পারেন, জিট্টি ভাইয়ের সঙ্গে যৌথ সম্পত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিকের স্ত্রী কাজরীর। সেই সম্পত্তি সংক্রান্ত বিষয়েই জিজ্ঞাসাবাদের জন্য কাজরীদেবীকে তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।কালীঘাট অঞ্চলে জিট্টি ভাইয়ের সঙ্গে কাজরী বন্দ্যোপাধ্যায়ের অন্তত ২টি সম্পত্তির তথ্য প্রকাশ্যে এসেছে। এই সম্পত্তির দুটির ঠিকানা হল, ২০৪ হরিশ মুখার্জি রোড, কলকাতা – ২৬ ও ১৭ টার্ফ রোড। এছাড়া জিট্টি ভাইয়ের স্ত্রী দলজিৎ কউরের সঙ্গেও কাজরী বন্দ্যোপাধ্যায়ের যৌথ সম্পত্তি রয়েছে ১৩৫ এ হরিশ মুখার্জি রোডে।
Hindustan TV Bangla Bengali News Portal