Breaking News

ঐতিহাসিক সিদ্ধান্ত!রাজভবনে এবার জনসাধারণের প্রবেশের অনুমতি, মমতার হাতে চাবি তুলে দিলেন রাষ্ট্রপতি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দীর্ঘদিনের প্রথা ভেঙে রাজভবনের দুয়ার খুলে দেওয়া হতে চলেছে সাধারণ মানুষের জন্য। এবার থেকে সাধারণ মানুষ রাজভবনে প্রবেশ করে ঘুরে দেখতে পারবেন। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেই রাজভবনের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।রাজ্যের সাংবিধানিক প্রধানের তরফে মঙ্গলবার রাতে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এখন থেকে রাজভবন “জন রাজভবন”। খুব শীঘ্রই রাজভবনের ভিতরে ও বাইরে হেঁটে ঘোরা যাবে। যার নাম দেওয়া হয়েছে “হেরিটেজ ওয়াক”।

সোমবার থেকে দুদিনের সফরে এর রাজ্যে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সন্ধ্যেবেলা ফিরে গিয়েছেন দিল্লি। সোমবার থেকে দুদিনের সফরে এর রাজ্যে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সন্ধ্যেবেলা ফিরে গিয়েছেন দিল্লি। সোমবার রাষ্ট্রপতি সম্মানে রাজভবনে এক নৈশভোজের আয়োজন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানেই হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মুখ্যমন্ত্রীর হাতে একটি প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি। যদিও সোমবার তা নিয়ে রাজভবনের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। মঙ্গলবার রাতে এই বিষয় নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজভবন। এর আগে রাষ্ট্রপতি সেকেন্দ্রাবাদে ‘রাষ্ট্রপতি নিলয়’ খুলে দিয়েছিলেন সাধারণের জন্য। এবার ঔপনিবেশিক ধারা ভেঙে খুলে দেওয়া হচ্ছে বাংলার রাজভবনের দরজাও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *