Breaking News

ধর্না মঞ্চের উদ্দেশে বেরিয়ে যেতেই মমতার বাড়ির সামনে জমায়েতের চেষ্টা, গ্রেফতার ৩!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রেড রোডে ধর্না মঞ্চের উদ্দেশে রওনা দিতেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েতের চেষ্টা করল করে কিছু মানুষ। পুলিশ তাঁদের সেই জমায়েত আটকে দিয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
কালীঘাটের বাড়ি থেকে গাড়ি চেপে বুধবার সকালে রেড রোডের ধর্না মঞ্চের উদ্দেশে রওনা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর গাড়ি বেরোতেই তাঁর বাড়ির কাছে মোতায়েন থাকা পুলিশকর্মীরা একটি ভিড় লক্ষ করেন। পুলিশ দেখে, ধীরে ধীরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত করতে শুরু করেছেন বেশ কিছু মানুষ।

পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করার পর তাঁরা জানান, নিজেদের কিছু ব্যক্তিগত দাবিদাওয়া নিয়েই তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসেছেন। নিজেদের দাবি সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে চান বলেও তাঁরা পুলিশকে বলেন। পুলিশ তাঁদের জমায়েত করতে বারণ করলেও উপস্থিত ব্যক্তিরা রাজি হননি। এরপর পুলিশ জমায়েতকারীদের তিন জনকে গ্রেফতার করে। পুলিশ ধরপাকড় শুরু করতে বেশ কয়েক জন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে ধৃতেরা কোনও বিশেষ সংগঠনের কর্মী কি না, তা এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, জমায়েত করে বিক্ষোভ প্রদর্শনের জন্যই কয়েক জন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রী তত ক্ষণে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানার চেষ্টা করছে তাঁরা কোন সংগঠনের কিনা। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রেড রোডে অম্বেদকর মুর্তির সামনে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, দোলা সেন, জ্যোৎস্না মান্ডি, সায়নী ঘোষ| বৃহস্পতিবার পর্যন্ত এই ধর্না চলবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *