Breaking News

ধর্না মঞ্চে নিজের ভূমিকা স্পষ্ট করলেন মমতা! ‘ডবল ডিউটি’তে মমতা বন্দ্যোপাধ্যায়,প্রশাসনিক কাজের জন্য তৈরি অস্থায়ী অফিস

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে টানা তিরিশ ঘণ্টা ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর এই অবস্থানে যাতে প্রশাসনিক কাজ না আটকে থাকে, তার জন্য ধর্না মঞ্চের পিছনেই একটি অস্থায়ী অফিস তৈরি করা হয়েছে।এদিন ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা সকলেই জানেন আমার দু’টো দায়িত্ব আছে। একটা হল, আমি বাংলার মুখ্যমন্ত্রী। সুতরাং বাংলার মানুষের সঙ্গে অবিচার হলে আমার একটা দায়বদ্ধতা থাকে, একটা দায়িত্ব থাকে। দ্বিতীয়ত আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। এই সরকার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সরকার।”মুখ্যমন্ত্রীর সংযোজন, “আজকের এই ধরনা আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে না করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি। আমি ডবল ডিউটি পালন করছি। আমি বিজেপি-র মতো সরকারের টাকা নষ্ট করে এসব করি না। এটা আমাদের দলের কর্মসূচি। কিন্তু, আমি সরকারের পক্ষ থেকেও রয়েছি।

আমাদের সব মন্ত্রীরাও রয়েছে।”কী কী অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় মমতা? তাঁর অভিযোগ, তৃণমূল সরকারের সাফল্যে প্রতিহিংসাপরায়ণ বিজেপি সরকার। বাংলাকে তার ন্যয্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। কেন্দ্রের কাছে রাজ্য সরকার ১ লাখ কোটি টাকা পায়। ১০০ দিনের কাজে বকেয়া রয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে এই প্রকল্পের টাকা সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। ফলে কাজ করেও ন্যয্য মজুরি থেকে বঞ্চিত প্রায় ১৭ লাখ পরিবার। কেন্দ্রীয় এজেন্সি মারফত বিরোধীদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রের বঞ্চনার জন্য যে খোদ মুখ্যমন্ত্রীকে ধর্নায় বসতে হয়েছে, সেই ছবিই পৌঁছে দেওয়া হবে রাজ্যবাসীর কাছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *