Breaking News

”আমার বিরূদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে শহিদ মিনারের মঞ্চেই মৃত্যুবরণ করব”, শহীদ মিনারের সভায় হুঁশিয়ারি অভিষেকের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার শহিদ মিনারের জনসভা থেকে তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারির সুরে বলেন, ‘মাথা নত করলে জনগণের কাছে করব। দিল্লির দানবদের কাছে মাথা নত করব না।’এদিন রীতিমতো হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, ”আমার পেছনে ইডি সিবিআই লাগাতে হবে না। দুর্নীতিতে আমার যোগসাজশ থাকলে প্রমাণ করুক আমি নিজেই মৃত্যুবরণ করব।”আজ, বুধবার শহিদ মিনারের ছাত্র সমাবেশ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস সাংসদ। আর দুটি তথ্য দিয়ে প্রধানমন্ত্রী–বিরোধী দলনেতার বিরুদ্ধে একই আইনি পথে হাঁটার কথা জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।এদিন শহিদ মিনারের সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন অভিষেক। তিনি আরও বলেন, ‘‌রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়া হয়েছে। বলা হয়েছে, উনি একটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন। তাহলে একুশের নির্বাচনের আগে এসে যখন ‘‌দিদি, ও দিদি’‌ বলে বাংলার মা–বোনেদের অপমান করলেন তার জন্য প্রধানমন্ত্রীর পদ কেন খারিজ হবে না?‌ বিজেপি করলে একরকম আইন। আর তৃণমূল কংগ্রেস করলে আর একরকম আইন!‌ আমরা সুরাট আদালতে মামলা দায়ের করব একই আইন দেখিয়ে। আমাদের লিগ্যাল সেলকে আমি নির্দেশ দিচ্ছি।’‌এদিন তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইডি–সিবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থাকে।

তিনি সুর সপ্তমে চড়িয়ে বলেন, ‘‌প্রমাণ ছাড়া যদি আর কোনও তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মীকে ধরে ইডি–সিবিআই, তাহলে এক ডাকে অভিষেকে ফোন করে জানাবেন। আমি কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। আর তৃণমূল কর্মীদের বলি সততার সঙ্গে মানুষের কাজ করে যাবেন। বুক ঠুকে বলবেন আমি তৃণমূল কংগ্রেস করি। এই দল অভিযোগ উঠলেই ব্যবস্থা নেয়, বহিষ্কার করে। আর কেউ সেটা করে না। আমার বিরুদ্ধে একটা প্রমাণ দেখাতে পারবেন?‌ টেট, এসএসসি, গরু, কয়লা কোনও অভিযোগ দেখাতে পারলে এই শহিদ মিনারের সামনে এসে মৃত্যুবরণ করে যাব।’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *