দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের আদালতের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। আগামী সাতদিন যেন নির্বাচনের দিন ঘোষণা না করে নির্বাচন কমিশন । পঞ্চায়েত নির্বাচন নিয়ে একবার কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দিয়েছিল। দু’দিন আগে তা খারিজ করে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছিল, পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালত কোনও হস্তক্ষেপ করবে না। সুতরাং তখন অনেকে মনে করেছিলেন জট কেটেছে। কিন্তু আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী একসপ্তাহে যেন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা না হয় তার আর্জি জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।এদিকে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়ে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা।
যদিও আগামী ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে সর্বোচ্চ আদালত। তাই কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণায় স্থগিতাদেশের আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার দুপুর ২টোয় মামলাটির শুনানি হতে পারে বলে খবর। অন্যদিকে দু’দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্তে দেখা করে এসেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার আর্জি জানিয়েছিলেন বলে সূত্রের খবর। আগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু রাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্ত নিয়ে। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও হস্তক্ষেপ করবে না আদালত। সব সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশনই।