Breaking News

‘নেতাদের নাম বলতে বাধ্য করছে কেন্দ্রীয় এজেন্সি’,বিস্ফোরক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বুধবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে হেনস্তার অভিযোগ তুলেছিলেন। অভিষেক দাবি করেছিলেন সারদা মামলায় ধৃত কুণাল ঘোষ এবং মদন মিত্রকে জোর করে তাঁর নাম নিতে চাপ দেওয়া হয়। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশের আগে অভিষেকের দাবিতেই যেন সিলমোহর দিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। এদিন আদালতে প্রবেশের আগে তিনি দাবি করেন, তাঁকে বলপূর্বক নেতাদের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে।তিনি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদের থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছে এজেন্সি। কিন্তু, আমরা মা মাটি মানুষের আদর্শে বিশ্বাসী।

আমরা এই ধরনের ভয়কে পাত্তা দিই না। বুক চওড়া করে চলি। কেন্দ্রীয় এই সংস্থাগুলি আমাদের হেনস্থা করছে। বলপূর্বক আমাদের যত নেতা রয়েছে তাঁদের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে।”কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এমন অভিযোগ বারবারই তোলেন তৃণমূলের নেতা-মন্ত্রী। অভিষেকও বুধবার একই অভিযোগে সুর চড়ান। তার ঠিক চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই কুন্তলের বিস্ফোরক দাবি নিয়ে স্বাভাবিকভাবে সর্বত্র জোর হইচই শুরু হয়েছে। যদিও রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, কুন্তল ঘোষ এসব মন্তব্য করে অযথা বিভ্রান্ত করার চেষ্টা করছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *