Breaking News

নিশীথ প্রামাণিকের মামলায় ‘অসহযোগিতা’ রাজ্য পুলিশের,হাইকোর্টে সিবিআই!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার তদন্তে সহযোগিতা করছে না রাজ্য সরকার। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সিবিআই। এদিকে, আগেই সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য।কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলায় ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সিবিআই। হাইকোর্টে সিবিআইয়ের অভিযোগ, নিশীথ প্রামাণিকের মামলায় সিবিআইয়ের সঙ্গে কোনও রকমের সহযোগিতা করছে না রাজ্য পুলিশ। এমনকি, এখনও পর্যন্ত হস্তান্তর করা হয়নি সব নথিও। এই সমস্ত ক্ষেত্রে অসহযোগিতা একেবারেই কাম্য নয়, এই প্রশ্ন তুলেই আদালতে সওয়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর।

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও পরে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। সিবিআইয়ের অভিযোগের প্রেক্ষিতে আদালতের কাছে এই যুক্তিই রাখেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। সব শুনে প্রধান বিচারপতির মন্তব্য, “যেহেতু এখনও পর্যন্ত (শীর্ষ আদালতে) কোনও স্থগিতাদেশ নেই, তাই এই আদালত চায় যে, সিবিআই তদন্তের নির্দেশকে, নির্দেশ হিসাবে মান্যতা দেওয়া হোক।”সিবিআই তদন্ত নির্দেশ মামলা। উল্লেখ্য, নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলায় নাম রয়েছে কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদক, জেলা বিজেপি সহ সভাপতি, দিনহাটা ব্লকের বিজেপি সভাপতি-সহ মোট ২৮ জনের। প্রত্যেকের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। বেছে বেছে ইচ্ছাকৃতভাবে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলেই দাবি গেরুয়া শিবিরের। এফআইআরে নাম থাকা বিজেপি কর্মীদের ইতিমধ্যেই রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এবার সিবিআইকে নথি হস্তান্তর নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *