নিজস্ব সংবাদদাতা :- আসন্ন বাংলা নির্বাচন অপরদিকে দিল্লির কৃষক আন্দোলন সব মিলে ভারতের পরিস্থিতি একেবারে আগুনে ঘি। দিনের পর দিন যেভাবে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ছে তা থেকে একটা কথা সাফ আস্তে ধীরে বিজেপির প্রতি বহু নেতিবাচক মনস্ক মানুষ বাড়ছে। কিন্তু তাই বলে সটাং প্রধানমন্ত্রীকেই কিনা খুন? এমনটা করা তো দূর, ভাবাও অপরাধ। তবে সম্প্রতি ৪৩ বছরের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছিলেন। যেখানে তিনি লেখেন, “আমাকে কেউ ৫ কোটি টাকা দিন, প্রধানমন্ত্রী মোদি’কে খুন করতে রাজি আছি”। আর এই লেখাটি প্রথমে নজরে আসে এক ট্যাক্সি চালকের। এরপর তিনি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। কিন্তু ততক্ষনে ওই লেখা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত ওই ব্যক্তি আরয়ানকুপ্পম গ্রামের বাসিন্দা, পেশায় তিনি একজন ব্যাবসায়ী, নাম সত্যনন্দম। আর এই পোস্ট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে পন্ডিচেরির ওই ব্যাক্তিকে। ইতিমধ্যেই তাকে ভারতীয় দন্ডবিধির ৫০৫(১) এবং ৫০৫(২) ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে।