Breaking News

চোর স্লোগান এখন অতীত,পার্থকে দেখে এ বার ‘জিন্দাবাদ’ স্লোগান! শুনে নীরবই রইলেন পার্থ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য–সহ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মোট ১৪ জনকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়। তাঁদের জেল হেফাজতের মেয়াদ শেষে আবার চলছে শুনানি। এই পরিস্থিতিতে আদালতে ঢোকার সময় পার্থ কিছু বললেন না। সম্পূর্ণ নীরবই রইলেন। তবে আজকে আর তাঁকে কেউ ‘‌চোর চোর’‌ বলে স্লোগান দেয়নি। বরং তাঁকে দেখে জিন্দাবাদ স্লোগান দিয়েছেন মানুষজন। যদিও আগের মতোই নীরব অবস্থানই পালন করেন তিনি।পার্থের অনুগামী কয়েক জনকে আদালতের বাইরে তাঁর পক্ষে স্লোগান দিতে শোনা গিয়েছে। ‘পার্থ চট্টোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান তোলেন তাঁরা।

সেই স্লোগান শুনতে শুনতেই আদালতকক্ষে নীরবে ঢুকে গিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।এর আগে অবশ্য পার্থকে আদালতে নিয়ে যাওয়ার সময় ‘চোর’ স্লোগান উঠেছিল একাধিক বার। বৃহস্পতিবার তেমন কিছু শোনা যায়নি। ‘জিন্দাবাদ’ স্লোগানের ‘তাৎপর্য’ রয়েছে বলে মনে করছেন কেউ কেউ।বৃহস্পতিবার সকালে পার্থ, সুবীরেশদের আলিপুরের জেলা দেওয়ানি ও দায়রা আদালতে নিয়ে আসা হয়। এদিন নিয়ে আসা হয়েছিল অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্‌হা, চন্দন মণ্ডল, প্রদীপ সিং, প্রসন্ন রায়। ২৩ মার্চ শুনানিতে বিচারক পার্থের সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার মেয়াদ শেষ হয়েছে। তাই ফের আদালতে তোলা হল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *