দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে রেড রোডে ধর্নার বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিনের ধরনার আজ বৃহস্পতিবার শেষ দিন। আর এখানে সকাল থেকে মুখ্যমন্ত্রীকে গান শুনিয়েছে ছাত্রছাত্রীরা। তাই ছাত্রছাত্রীদের নিয়ে গানের ব্যান্ড গড়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানে এসেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তরুণ কুমারের নাতি তথা অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়।বৃহস্পতিবার সকালে রেড রোডে ধর্নামঞ্চে গানে গলা মেলানোর ফাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ছাত্র রাজনীতির সময়পর্বে ফিরে গিয়েছিলেন। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘যখন আমি ছাত্র রাজনীতি করতাম, তখন মিন্টু দাশগুপ্ত ৮৩ নম্বর ব্লকের কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। কালীঘাটে থাকতেন তিনি, প্যারোডি গাইতেন। তিনি গানের স্কোয়াড করেছিলেন, সেই স্কোয়াডের লিড করতাম আমি।’ সেই মন্তব্যের কিছুক্ষণ পরে নিজের দলের ছাত্র ছাত্রীদের নিয়ে গানের ব্যান্ড বানানোর কথা ঘোষণা করলেন তিনি।এদিকে বৃহস্পতিবার রেড রোডে পৌঁছন তরুণ কুমারের নাতি তথা অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়। তখন মঞ্চে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দোলা সেন, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা–সহ আরও কয়েকজন।
তাঁদের উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন সৌরভ।সৌরভ টলিউডের একজন অভিনেতাও। আর আজ তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওঁর পরিবারের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। তরুণ কুমার আমার বাবার বন্ধু ছিলেন। উত্তম কুমারের পরিবারের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। এই পরিবার বাংলার সম্মানীয় পরিবার। উত্তম কুমারের মরদেহ রবীন্দ্রসদনে রাখতে দেওয়া হয়নি। এগুলি মানবিকতা নয়, সংস্কৃতি নয়। আমরা সম্পর্কগুলি বজায় রাখি। এগুলিই আমাদের সম্পদ।’ আর তরুণ কুমারের নাতি সৌরভ বলেন, ‘ওনাকে ধন্যবাদ জানানোর দৃষ্টতা আমার নেই। উনি দলে আমাকে স্থান দিলেই তাই ওনাকে প্রণাম। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে দেখেছেন, যেভাবে বাংলার কথা ভেবেছেন, যা অন্য কারও পক্ষে সম্ভব নয়।’