দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার ইডির নজরে প্রাথমিক শিক্ষা সংসদের করণিক অর্ণব বসু | তাঁর বাড়ি ও দফতরে তল্লাশির পর এবার তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | শুক্রবারই হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে | ইতিমধ্যে অর্ণববাবুর মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা | নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় গোটা বাংলা | কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত এই মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য | গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়কে | পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে উপদেষ্টা কমিটির সদস্য এসপি সিনহা, অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্য-সহ অনেকেই| তাঁদের সূত্র ধরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিক অর্ণব বসুর নাম জানতে পারেন তদন্তকারীরা | তদন্তকারীরা জানিয়েছেন, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের অত্যন্ত বিশ্বস্ত ছিলেন অর্ণববাবু | তাঁর নির্দেশে যাবতীয় ইমেল করতেন তিনি | ভুয়ো সুপারিশপত্রসহ অন্যান্য নথি পাঠানোর দায়িত্ব সামলাতেন তিনি| ফলে এই দুর্নীতির খুঁটিনাটি ব্যাপারে অর্ণব বসুর বিস্তারিত ধারণা রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা | সঙ্গে এই দুর্নীতিতে অর্ণববাবু আর্থিকভাবে লাভবান হয়েছিলেন বলেও ধারণা তাঁদের|
বৃহস্পতিবার বিধাননগরে অর্ণব বসুর ফ্ল্যাটে দীর্ঘক্ষণ তল্লাশি চালান ইডির গোয়েন্দারা | সেখান থেকে তাঁর ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করেন | গোয়েন্দারা মনে করছেন, ওই ল্যাপটপ ও ফোন থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে | ল্যাপটপ ও ফোন থেকে তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছেন গোয়েন্দারা | সঙ্গে সেই তথ্য খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে। কী ভাবে নিয়োগ দুর্নীতির জাল সুপারিশপত্র তৈরি হত| কী করে তা পাঠানো হত চাকরিপ্রার্থীদের কাছে | তা বিস্তারে জানা যাবে বলে মনে করছে ইডি |