Breaking News

ডানকুনির খাটালে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে মৃত্যু ৪০টি গরুর, আহত কমপক্ষে ১৫ টি গবাদি পশু!

প্রসেনজিৎ ধর :- ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল খাটালে,আগুনে পুড়ে মৃত্যু হল ৪০টি গরুর। এছাড়াও ১৫টি গরু জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনিতে। সোমবার দুপুরে ওই খাটালে ভয়াবহ আগুন লাগে। আশেপাশে ঘাটালেও আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। খাটালের পাশে একটি গেঞ্জি কারখানা আছে সেখানেও আগুন ছড়িয়ে পড়ে।আগুন লাগার কথা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকলের ২টি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে আগুন।তবে গবাদি পশুগুলিকে বাঁচানো যায়নি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানকুনির রথতলা সংলগ্ন খালপাড়ে অবস্থিত একটি খাটালে সোমবার বিকেলে আচমকা আগুন লেগে যায়। আগুন ক্রমেই ভয়াবহ আকার ধারণ করে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর দেওয়া হয় দমকলে। অবশেষে দুটি ইঞ্জিন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য তিনটি খাটালের বেশির ভাগটাই ভস্মীভূত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও গবাদি পশুগুলিকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

দমকলের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।ডানকুনি পুরসভার পুর প্রধান হাসিনা শবনম বলেন, আমি এসে দেখছি প্রায় ৪০টি গোরু মারা গিয়েছে। গরুগুলো এমন ভাবে বাঁধা ছিল যে বের করা যায়নি। বাঁধন আলগা থাকলে হয়ত বের হতে পারত। কিছু গোরু প্রাণে বেঁচে গিয়েছে। আমি এখন শুনলাম ওদের ট্রেড লাইলেন্স নেই। খাটালের মালিক বলেন, “অনেক গুলো গরুর ক্ষতি হয়েছে। ওই গেঞ্জি কারখানাটা আমার জায়গায় তৈরি হয়েছিল। মেশিন ছিল আমাদের। কোটি টাকার মতো খরচা হয়েছে।” যদিও ওই কারখানার মালিকের কাছে কোনও লাইসেন্স ছিল না বলেই জানা গিয়েছে। সব মিলিয়েই, খাটাল মালিক থেকে শুরু করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *