দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। আলিপুর আদালত চত্বরে দাঁড়িয়ে ফের বিস্ফোরক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। বিচারকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বলেই দাবি তাঁর।এর আগে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল দাবি করেছিলেন, কুন্তল সব জানেন। তবে কুন্তল বারবার দাবি করেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে হেনস্থা করছে।
এদিন আলিপুর আদালতে তাঁকে পেশ করা হয়েছিল। সেই আদালত চত্বর থেকেই তিনি দাবি করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে চাপ দিচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম বলার জন্য। উল্লেখ্য, এর আগে গত ৩০ মার্চ মৌখিক অভিযোগ জানিয়েছিলেন তিনি। আর এদিন বিচারকের কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। সূত্রের খবর বিচারকের প্রশ্ন ছিল, এতদিন কেন জানানো হয়নি এই অভিযোগ? এই প্রসঙ্গে কুন্তলের আইনজীবীরা বলেন, সংশোধনাগারে গিয়ে কুন্তলের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না আইনজীবীদের। বৃহস্পতিবার কুন্তল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ ওঁ যেন আমার পরিবারের সদস্যদের সুরক্ষার ব্যবস্থা করেন। কুন্তলের দাবি, তিনি সহ তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।