Breaking News

আইপিএল দেখতে শহরে ‘জামতারা গ্যাং’ এর সদস্যরা!ইডেনে ম্যাচ দেখে হোটেলে যেতেই গ্রেফতার জামতারা গ্যাংয়ের ১১ সদস্য

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ইডেনে আইপিএল ম্যাচ শেষ হওয়ার পর জামতারা গ্যাংয়ের ১১ জন সদস্যকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ম্যাচ শুরু থেকেই তাদের অনুসরণ করছিলেন গোয়েন্দারা। ধৃতেরা প্রত্যেকেই কেকেআর–এর জার্সি পড়ে ইডেনের জি ব্লক স্ট্যান্ডে বসেছিল। ম্যাচ শেষ হওয়ার পরেই গোয়েন্দাদের একটি দল তাদের অনুসরণ করে এবং হোটেল থেকে তাদের হাতে নাতে গ্রেফতার করে। ধৃতেরা ইলেকট্রিক বিল নেওয়ার নামে বহু মানুষের সঙ্গে প্রতারণার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, পুলিশের ওয়ান্টেড লিস্টে আগে থেকেই ছিল এই গ্যাং-এর ১১ জন সদস্যের নাম। তার মধ্যে পাঁচজন আগেও কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের হাতে গ্রেফতার হয়েছিল। বিদ্যুৎ সংক্রান্ত দুর্নীতি, ব্যাংকের কেওয়াইসি আপডেট করে দেওয়ার নামে দুর্নীতি সহ একাধিক অপরাধের ঘটনায় এদের নাম জড়িত। বৃহস্পতিবার জামতারা থেকে ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা দেখতে আসে ১১ জন। বেশি টাকায় টিকিট কিনে খেলা দেখে তারা। এরপর লেলিন সরণির হোটেলে যাওয়ার পরেই তাদের গ্রেফতার করা হয়।ধৃতরা হলঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা মোহাম্মদ কলিম আশরাফ, ঝাড়খণ্ডের করমাটনের বাসিন্দা জয়নুল আবেদিন।

সেখানকার বাসিন্দা মহম্মদ কবির আনসারী, শাহাবুদ্দিন আনসারী, হাবিল আনসারী, মহম্মদ ফিরোজ আনসারী।ধৃতেরা ইলেকট্রিক বিল নেওয়ার নামে বহু মানুষের সঙ্গে প্রতারণার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে |পুলিশ জানিয়েছে, জাল বিদ্যুৎ বিলের নামে গ্রাহকদের প্রতারণা করার জন্য ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, অন্য ৫ জনকে ঋণ দেওয়ার নামে প্রতারণা করার জন্য গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঠাকুরপুকুর এবং টালিগঞ্জ থানা এলাকায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামে অভিযুক্তদের গ্রেফতার করলে সেক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারত। তাই ম্যাচ শেষ হওয়ার পর অভিযুক্তদের পিছু নিয়ে তাদের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *