দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে আবার তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী সপ্তাহে দিল্লিতে ইডির দফতরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই সুকন্যাকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।
আগামী সপ্তাহে দিল্লিতে ইডির সদর দফতরে সুকন্যাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সুকন্যাকে আগে দু-বার নোটিশ দিয়ে ডাকা হয়েছিল। সেই দুইবারই হাজিরা এড়িয়েছেন অনুব্রত কন্যা। এদিন ফের সুকন্যাকে নোটিশ দিয়ে তলব করল ইডি। ইডি সূত্রের খবর, গরু পাচার কাণ্ডে তদন্ত প্রক্রিয়ায় নেমে কেন্দ্রীয় এজেন্সির হাতে বেশ কিছু নতুন তথ্য এসেছে। তার মধ্যে অন্যতম কোটি কোটি টাকা ব্যাঙ্ক সংক্রান্ত লেনদেন। পাশাপাশি নতুন কিছু জমির হদিশ পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সেই কারণেই আবারও সুকন্যাকে দিল্লিতে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। এর আগে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা শারীরিক অসুস্থ ও গুরুত্বপূর্ণ কাজ দেখিয়ে ইডির হাজিরা এড়িয়েছেন।এই নিয়ে সুকন্যাকে তৃতীয়বার তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে এবারে তিনি হাজিরা দেবেন কি না সে বিষয়ে সুকন্যার তরফে কিছু জানানো হয়নি।উল্লেখ্য, অনুব্রতের হিসাবরক্ষক মনীশ কোঠারিকে গত মাসে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে ইডি। ইডি সূত্রের খবর, তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় গ্রেফতার করা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal