দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ইডি, সিবিআইয়ের দরকার পড়বে না, নিজেই আত্মাহুতি দেবেন। এমনটাই জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম | এদিন কেওড়াতলা মহাশ্মশানে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনের জন্মদিবসে শ্রদ্ধা জানাতে এসেছিলেন মেয়র। সেখানেই কলকাতা পুরসভার বিরুদ্ধে নানা বেনিয়ম নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে মেয়র বলেন, বললেন, “বিরোধীরা অনেক কিছু বলে। আমি সেসবে গুরুত্ব দিই না। আমার বিরুদ্ধে যদি কেউ দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে আত্মাহুতি দেব। কোনও ইডি-সিবিআই লাগবে না।”সম্প্রতি গাড়ির পার্কিং ফি বৃদ্ধির পুর সিদ্ধান্ত নিয়ে মেয়রকে পিছু হঠতে হয়। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেন, পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ। তিনি বিষয়টি জানতেন না।
ওই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে পুরসভাকে। গুড ফ্রাইডের ছুটির দিনেই পুরসভা বিজ্ঞপ্তি জারি করে পার্কিং ফি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের কথা ঘোষণা করে। তার আগে ফিরহাদ বলেন, মুখ্যমন্ত্রী চাইলে নিশ্চয়ই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেব। তবে এখনও পর্যন্ত আমার কাছে কোনও নির্দেশ আসেনি। মেয়র বলেন, বিষয়টি আমাকে বলা যেত। সাংবাদিক সম্মেলনে তা আসা উচিত হয়নি।শনিবার দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ফি বৃদ্ধি সংক্রান্ত বিতর্ক এখন ক্লোজড চ্যাপ্টার। ববিও বলেন, ক্লোজড চ্যাপ্টার। আমার আর কিছু বলার নেই। তবে সোমবার বিরোধীদের কটাক্ষ করে দুর্নীতি প্রসঙ্গে তিনি যা বললেন, প্রায় একই কথা তাঁর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূলের নতুন প্রজন্মের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায়শই বলে থাকেন।