Breaking News

‘রাম নবমীকে কেন্দ্র করে হিংসার তদন্ত করা রাজ্য পুলিশের কম্মো নয়’,রামনবমীর অশান্তিতে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাম নবমী হিংসায় কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত প্রয়োজন। শুনানির শেষ দিনে এমনই মন্তব্য করলেন এই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আদালতে এনআইএ-র তরফে জানানো হয়েছে, তারা এই হিংসার তদন্ত করতে তৈরি। যদিও মামলার রায়দান স্থগিত রেখেছে আদালত।
রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয় রিষড়া, শিবপুর। এই অশান্তি এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পুলিশি রিপোর্ট জমা পড়েছে আদালতে। তা দেখে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, পুলিশি রিপোর্টে স্পষ্ট যে ব্যাপক অশান্তি হয়েছে। বোমাবাজি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া এবং অশান্তির ঘটনা সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে। এরপরই তাঁদের পর্যবেক্ষণ, তদন্তে কেন্দ্রীয় সংস্থার প্রয়োজন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতির প্রশ্ন, বছরের পর বছর একই ঘটনা ঘটছে। মানুষের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। কীভাবে এর মোকাবিলা করা যাবে?শুধু তাই নয়, ছাদে পাথর জড়ো করা নিয়েও প্রশ্ন তুলেছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তাঁর কথায়, “ছাদ থেকে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। কিন্তু ওই সময়ে এত পাথর কীভাবে ছাদে এল? ঘটনার সময় ১০ মিনিটের মধ্যে তো এত পাথর ছাদে নিয়ে যাওয়া সম্ভব নয়।”

এধরনের একাধিক প্রশ্নের মুখে পড়েন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।গত ৩০ মার্চ হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিলে হামলা পরবর্তী হিংসার কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সেই মামলার শুনানি শেষ হয়। শুনানির শেষ দিনে পুলিশের ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করল আদালত। এদিন শুনানি চলাকালীন পর্যবেক্ষণে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, এই ঘটনায় হাওড়া সিটি পুলিশের তরফে যে রিপোর্ট আদালতে জমা পড়েছে তাতে স্পষ্ট যে ব্যাপক অশান্তি হয়েছে। প্রতি বছর একই ঘটনা ঘটলেও তা রুখতে ব্যার্থ পুলিশ। কাদের ষড়যন্ত্রে এই ঘটনা বার বার ঘটছে তা খুঁজে বার করা পুলিশের কম্মো নয়। বাইরে থেকে আক্রমণ হলে ইন্টারনেট বন্ধ হয় কিন্তু মিছিলে হামলা হলে ইন্টারনেট বন্ধ হয় না কেন? বোমাবাজি, আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতো ঘটনা সমাজজীবনে সন্ত্রাস সৃষ্টি করে। পুলিশের রিপোর্টে লেখা আছে মিছিলে মারাত্মক অস্ত্র ছিল। কী এই মারাত্মক অস্ত্র, জানতে চায় আদালত। জবাবে রাজ্য সরকারের আইনজীবী বলেন, হকি স্টিক, তলোয়ার ও আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে রাম নবমীর মিছিলে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *