দেবরীনা মণ্ডল সাহা :-দিল্লির যন্তরমন্তরে ডিএ আন্দোলনের ধর্নার অনুমতি দিল দিল্লি পুলিশ। আগামী ১০ এবং ১১ এপ্রিল পরপর দু’দিন ধর্নায় বসতে পারবেন রাজ্য সরকারের আন্দোলনকারী কর্মীরা। তবে ধরনায় ৫০০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। কলকাতার শহিদ মিনারের পর এবার দিল্লির যন্তর মন্তরে ধর্না দিতে চলেছেন ডিএ আন্দোলনকারীরা। AICPI অনুযায়ী ডিএ প্রদানের পাশাপাশি শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগের দাবিও তোলা হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে।আগামী, ১০ এবং ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ সহ একগুচ্ছ দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আওতায় শহিদ মিনার চত্বরে ধর্নায় বসেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁদের কিছুজন। হাওড়া রাজধানী এবং শিয়ালদহ রাজধানীতে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন আন্দোলনকারীরা। জানা গিয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাতে তাঁরা স্মারকলিপি তুলে নেবেন। দিল্লির যন্তর মন্তরের পাশাপাশি শহিদ মিনারের মঞ্চেও ধরনা কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে।এদিকে, ১১ এপ্রিল সুপ্রিম কোর্টে ডিএ আন্দোলনের শুনানি রয়েছে। এর আগে গত ২১ মার্চ সুুপ্রিম কোর্টে ডিএ নিয়ে মামলা পিছিয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরেই তার শুনানি হচ্ছে। সেই নভেম্বরে স্পেশ্যাল লিভ পিটিশন (SLP) দায়ের হলেও এ পর্যন্ত মাত্র একদিন এই মামলার শুনানি হয়েছিল। প্রথম শুনানিতেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত।
Hindustan TV Bangla Bengali News Portal