Breaking News

‘ডিএ দিতে পারছেন না, এদিকে ৪৪০ কোটি টাকার অডিটোরিয়াম’,ধনধান্য নিয়ে মমতাকে খোঁচা দিলীপ ঘোষের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নববর্ষের প্রাক্কালে বিশ্বমানের অডিটোরিয়াম পেয়েছে কলকাতা। বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ৪৪০ কোটির ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |এবার ধনধান্য অডিটোরিয়াম নিয়ে রাজ্য তথা মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । বললেন, “মুখ্যমন্ত্রী ডিএ দিতে পারছেন না, অথচ ৪৪০ কোটি টাকা ব্যয়ে অডিটোরিয়ামের উদ্বোধন করছেন।”শুক্রবার সকালের বিমানে আন্দামান যাচ্ছেন দিলীপ ঘোষ। তার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সংসদ দিলীপ ঘোষ। সেখানেই রাজ্য সরকারকে একহাত নেন।

ধনধান্য অডিটোরিয়াম উদ্বোধন প্রসঙ্গে বলেন, “মুখ্যমন্ত্রী ডিএ দিতে পারছেন না অথচ ৪৪০ কোটি টাকা ব্যয়ে অডিটোরিয়ামের উদ্বোধন করছেন।স্বাভাবিকভাবেই লোকের মনে প্রশ্ন উঠছে নানারকম। ডিএ-র জন্য ধর্না চলছে আর এত কোটি টাকার বিল্ডিং তৈরি করার মানে কী? পশ্চিম বাংলায় অডিটোরিয়াম কম নেই। এত অডিটোরিয়াম থাকা সত্ত্বেও উনি প্যাণ্ডেল বেঁধে প্রশাসনিক বৈঠক করেন। আর এই অডিটোরিয়াম দেওয়া হয় না আমাদের প্রোগ্রাম করার জন্য। তাহলে কেন এত খরচ?” পালটা দিতে ছাড়েনি তৃণমূল। এদিন মিড ডে মিলে ১০০ কোটির গরমিল নিয়ে তাঁর দাবি, “মিড ডে মিলে ১০০ কোটি টাকার দুর্নীতি নিয়ে রাজ্যের শিক্ষা মন্ত্রী বলেছেন বিজেপি দপ্তর থেকে এই রিপোর্ট লেখা হয়েছে…শিক্ষামন্ত্রীর দায়িত্ব এখন কত ছাত্র-ছাত্রীদের বেনিফিশিয়ারি আর কতজনের নাম আছে কতজন সুবিধা পাচ্ছেন সেই তথ্যটা পাঠিয়ে দিন কেন্দ্রের কাছে তাহলেই সব স্পষ্ট হয়ে যাবে।”আজ সকালের বিমানে আন্দামান উড়ে গেলেন দিলীপ ঘোষ। এদিকে আজই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *