Breaking News

বঙ্গ বিজেপির হাল দেখে ক্ষুব্ধ শাহ,শুভেন্দু অধিকারীকে কড়া বার্তা অমিত শাহের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দলের নিচুতলার সংগঠন নিয়ে পাওয়া রিপোর্টে সন্তুষ্ট নন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এই পরিস্থিতিতে বুথ সংগঠন নিয়ে যে রিপোর্ট জমা পড়েছে তাতে খুশি নন শাহ। শুক্রবার রাতে নিউটাউনের এক হোটেলে দলের কোর কমিটির সঙ্গে সাংগঠনিক বৈঠকে এমনটাই বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগেই জানা গিয়েছিল শাহি সফরকালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে নালিশ জানাতে পারে বঙ্গ বিজেপির একাংশ।

সূত্রে জানা গিয়েছে, সেই নালিশ জানানোও হয়েছে। সেই সব নালিশ শুনে এবং বাংলায় দলের হাল দেখে রীতিমত ক্ষুব্ধ হয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির নম্বর টু নেতা অমিত শাহ। কার্যত নালিশ শুনে আর দলের বেহাল অবস্থা দেখে তিনি নাকি শুভেন্দুকে বেশ কড়া বার্তাই দিয়েছেন, বঙ্গ বিজেপি সূত্রে তেমনটাই জানা গিয়েছে।বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নিউটাউনের এক হোটেলে দলের কোর কমিটির সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসেছিলেন অমিত শাহ। সেখানেই কার্যত শুভেন্দুকে কড়া বার্তা দেন শাহ। সূত্রে জানা গিয়েছে, ওই বৈঠকে দলের নিচুতলার সংগঠন নিয়ে রিপোর্ট তুলে দেওয়া হয় শাহের হাতে যা দেখে রীতিমত অসন্তুষ্ট হন তিনি। তার জেরে শুভেন্দুকে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, খাতায়-কলমে নয়, বাস্তবে সংগঠন গড়ে দেখাতে হবে। ২০১৯’এর লোকসভা ভোটে যে সাফল‌্য এসেছিল সেই ভোটব্যাঙ্ক ধরে রাখতে হবে। বামেরা যেন কোনওভাবেই ‘অ্যাডভান্টেজ ’ না পায় তা দেখতে হবে। পাশাপাশি বলেছেন, পঞ্চায়েতের মধ্যে দিয়ে বুথ তৈরি করলে তার লাভ লোকসভা ভোটে পাওয়া যাবে। তাই বুথ শক্তিশালী না করলে সাফল্য আসবে না। নিজেদের সাংগঠনিক শক্তির ওপর ভরসা করতে হবে। সংগঠন গড়ে তুলতে হবে। জনসংযোগ বাড়াতে প্রত্যেককে প্রতিটা পরিবারের কাছে পৌঁছনোর বার্তাও দিয়েছেন শাহ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *