দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলা নববর্ষের দিনে বিশ্ব শিল্পকলা দিবস পালন করল দেশপ্রিয় পার্ক হেরিটেজ ক্লাব। এই আয়োজনের মূল উদ্যোক্ত রাসবিহারী কেন্দ্রের বিধায়ক ও কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। শনিবার প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী ও সমীর আইচ হাতে রং তুলি নিয়ে ক্যানভাসে ছবি আঁকলেন।বিশ্ব শিল্পকলা দিবস পালন করল দেশপ্রিয় পার্ক হেরিটেজ ক্লাব। এদিন প্রধান উদ্যোক্তা তথা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক ও কলকাতা পৌরসংস্থার মেয়র পরিষদ উদ্যান দেবাশীষ কুমার এর উদ্যোগে হাতে রং,তুলি নিয়ে বিশ্ব শিল্পকলা দিবস পালিত হল। প্রখ্যাত চিত্র শিল্পী যোগেন চৌধুরী ও সমীর আইচ নিজের হাতে রং তুলি নিয়ে ক্যানভাসে চিত্রাঙ্কন করেন। উপস্তিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়|
তিনিও বিশ্ব শিল্পকলা দিবসের উপলক্ষে ক্যানভাসে চিত্রাঙ্কন করে দিনটিকে বিশেষ ভাবে পালন করলেন। এদিন অতিথিদের হাতে সবুজায়ন এর বার্তা দিয়ে একটা করে গাছ তুলে দিলেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা দেবাশিস। এদিন সমীর আইচ জানান যে একদিকে আজকে বাঙালিরা শুভ নববর্ষ উজ্জাপন করছেন। অন্যদিকে শিল্পীরা আজকের দিনটিকে বিশ্ব শিল্পকলা দিবস হিসাবে পালন করছেন। এদিন দেশপ্রিয় পার্কে মিছিল করে আসেন শিল্পকলা প্রেমীরা। কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, সমস্ত মানুষের মধ্যে একটা শিল্পী সত্তা থাকে। ছোট বেলা আমরা স্কুলে আঁকতম। আজকেও এখানে ক্যানভাসে আঁকার চেষ্টা করেছি বলে জানান তিনি। এদিন শোভা যাত্রার মাধ্যমে বিশ্ব শিল্পকলা দিবস পালিত হয় দেশপ্রিয় পার্কে। যেখানে বিভিন্ন কলাকুশলীদের চিত্র শিল্প পারদর্শীত করা হয়। এদিন দেবাশিস কুমার জানান, দেশপ্রিয় পার্ক হেরিটেজ ক্লাবের উদ্যোগে আজকের দিনটিকে বিশ্ব শিল্পকলা হিসাবে পালন করা হয়েছে। লিওনার্দো দা ভিঞ্চির জন্ম দিবস উপলক্ষে আজকের দিনটি বিশ্ব শিল্পকলা দিবস হিসাবে সারা বিশ্ব জুড়ে পালিত হয় বলে জানালেন রাশ বিহারী কেন্দ্রের বিধায়ক ও মেয়র পরিষদ উদ্যান দেবাশিস কুমার।অন্যদিকে বাঙালির ঐতিহ্যকে সামনে রেখে শোভাযাত্রা হল দক্ষিণ কলকাতায়। কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ড এর আনন্দপুর থেকে এই শোভাযাত্রা বের হয়। শেষ হয় রাজডাঙ্গার ১০৭ নম্বর ওয়ার্ডে। ভিনটেজ কার থেকে এক্কা গাড়ি সব ছিল এই পদযাত্রাতে।
Hindustan TV Bangla Bengali News Portal