দেবরীনা মণ্ডল সাহা :- সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে নোটিশ পাঠাল সিবিআই। সোমবার বিকেলে নোটিশ পাঠানো হয় বলে সূত্রের খবর। চিঠিতে মঙ্গলবার অভিষেককে সিবিআইয়ের তদন্তকারীদের সামনে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, আদালতের স্থগিতাদেশ থাকায় মঙ্গলবার হাজিরা দিচ্ছেন না তিনি বলে সূত্রের খবর ।সোমবারই সুপ্রিম কোর্টে স্বস্তি পান অভিষেক বন্দ্যোপাধ্যায় । নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। জানিয়ে দেওয়া হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এই স্থগিতাদেশ। আগামী ২৪ এপ্রিল সেই মামলার পরবর্তী শুনানি। কিন্তু সুপ্রিম নির্দেশের পরও এদিন বেলা ১.৪৫টা নাগাদ হাজিরার নোটিস পাঠানো হয় অভিষেককে বলে খবর। যার জেরে ইতিমধ্যেই সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলতে শুরু করেছে ঘাসফুল শিবির।
ওদিকে অভিষেকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরা দেবেন না তিনি। পরিবর্তে মামলার পরবর্তী শুনানির দিন সুপ্রিম কোর্টে সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করবেন তিনি।আদালত ও থানায় চিঠি দিয়ে কুন্তল ঘোষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিষেক ও কুন্তলকে দ্রুত তলব করে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টে যান অভিষেক। সেই মামলার শুনানিতে ২৪ এপ্রিল পর্যন্ত অভিষেককে তলব বা জিজ্ঞাসাবাদের ওপর স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। সোমবার দুপুরে সিবিআইয়ের তরফে নোটিশ পাঠিয়ে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় অভিষেককে। কিন্তু শীর্ষ আদালতের স্থগিতাদেশের পরেও সিবিআই অভিষেককে কেন নোটিশ পাঠাল তা স্পষ্ট নয়। অভিষেককে সিবিআইয়ের তলব নিয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, সিবিআই কেন ডেকেছে সিবিআই বলতে পারবে। তবে তদন্তের নামে এই দীর্ঘসূত্রিতায় মানুষ ধৈর্য হারাচ্ছে। আমরা চাই তদন্ত দ্রুত শেষ হোক। সত্য প্রতিভাত হোক।