দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কুন্তল ঘোষের চিঠিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেও সুপ্রিম কোর্টের নির্দেশে পিছু হঠল সিবিআই। সোমবার পাঠানো চিঠি সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত কার্যকর করতে হবে না বলে জানানো হয়েছে সিবিআইয়ের তরফে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে এ বার আগের ‘ভুল’ শুধরে নিয়েছে তারা| সংক্ষেপে জানানো হয়েছে, ১৭ তারিখ অর্থাৎ সোমবার যে চিঠিটি পাঠিয়ে তাঁকে হাজিরার কথা বলা হয়েছিল, তা আপাতত আর কার্যকরী নয়। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত ওই চিঠি স্থগিত রাখা হচ্ছে |সিবিআইয়ের বিরুদ্ধে তাঁকে হেনস্থা করার পাশাপাশি আদালত অবমাননারও অভিযোগ করেছিলেন অভিষেক। সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ সত্ত্বেও তাঁকে সিবিআইয়ের নোটিস পাঠানো নিয়ে সোমবার সন্ধ্যায় টুইটারে অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার ২৪ ঘণ্টার মধ্যেই সিবিআই একটি চিঠি পাঠাল অভিষেককে। এই চিঠিতে বলা হয়েছে, অভিষেককে হাজিরা দেওয়ার জন্য সিবিআইয়ের তরফে যে নোটিস পাঠানো হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হল।সিবিআইয়ের তলবের চিঠি টুইট করে পালটা আক্রমণ শানান অভিষেকও। তিনি দাবি করেন, গত তারিখে পাঠানো ওই চিঠি দেওয়া হয়েছে হাতে হাতে |
তিনি জানান, মঙ্গলবার কোনও মতেই সিবিআইয়ের সামনে হাজিরা দেবেন না তিনি। বরং সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলেও হুঁশিয়ারি জেন তিনি। যদিও সিবিআইয়ের তরফে সোমবার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওদিকে তৃণমূলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে অভিষেককে পরিকল্পিতভাবে হেনস্থা করছে কেন্দ্রীয় সরকার।মঙ্গলবার সকালে অভিষেককে আরও একটি চিঠি পাঠায় সিবিআই।
তাতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্ট নতুন কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবারের নোটিশ কার্যকর হবে না। সিবিআইয়ের এই নির্দেশের ফলে অভিষেককে তলব সংক্রান্ত যাবতীয় বিভ্রান্তির অবসান হল। রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা অভিষেকের মামলাটির পরবর্তী শুনানি ২৪ এপ্রিল।নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশনামায় বলেছিলেন, প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা। বিচারপতির সেই ‘পর্যবেক্ষণ’কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। সেই মামলায় হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। তার পরেও সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে চিঠি পাঠায়। যার তীব্র নিন্দা করেছিল তৃণমূল।এরপরেই মঙ্গলবার সকালে সিবিআই আরও একটি চিঠি পাঠিয়ে অভিষেককে জানায়, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই নোটিস স্থগিত রাখা হল।
Hindustan TV Bangla Bengali News Portal