প্রসেনজিৎ ধর, কলকাতা :- কেশপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সভার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। প্রথমে ওই সভার জন্য অনুমতি মিললেও ২৪ ঘণ্টা আগে অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয় বলে অভিযোগ। সভা করতে চেয়ে তাই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সেই মামলার শুনানি হয়েছে।শেষ মুহূর্তে সেই সভার অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থার। সেই একই পথে হেঁটে কেশপুরে সভার অনুমতি না পেয়ে বিচারপতি মান্থার এজলাসেই মামলা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার | মঙ্গলবার দুপুরে বিচারপতি সুকান্তকে সভা করার অনুমতি দিলেন।প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে কেশপুরে একটি রাজনৈতিক সভা করতে চান রাজ্য বিজেপির সভাপতি।
সেই মতো সভার অনুমতি চেয়ে মেদিনীপুর পুলিশ সুপারের কাছে আবেদনও করেন। অভিযোগ, মঙ্গলবার বিকেলে সভা করার কথা। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।বিচারপতি মান্থা জানিয়েছেন, নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট দিনে বিজেপি সভার আয়োজন করতে পারবে। সেই সভায় সুকান্তও যোগ দিতে পারবেন। কেন প্রথমে অনুমতি দিয়েও সভার আগে তা প্রত্যাহার করে নেওয়া হল, তা জানতে চেয়েছেন বিচারপতি।বিচারপতি মান্থা প্রশ্ন করেন, র্যালির ব্যাপারে অন্তত মাসখানেক আগে জানানো হয়েছে। এখন কেন আপত্তি করা হচ্ছে একেবারে শেষ মুহুর্তে, কেন? রাজ্যের তরফে বলা হয়, হাটচালা বাজার কমিটি আপত্তি করেছে।অভিযোগ, প্রথমে বাজার কমিটির প্রেসিডেন্ট মধুসুদন কারক অনুমতি দেন, কিন্তু পরে তিনিই আপত্তি জানান। কিন্তু কেন আপত্তি জানানো হল তা তদন্ত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। আদালতের তরফে বলা হয়েছে, দু’সপ্তাহের মধ্যে তদন্ত করে দেখে রিপোর্ট দিতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal