দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- এবার সিবিআইয়ের স্ক্যানারে জীবনকৃষ্ণ সাহা ও তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি। সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে এখনও পর্যন্ত ১২টি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। বিধায়কের নামে ৪টি ও তাঁর স্ত্রীর নামে ৩টি অ্যাকাউন্ট রয়েছে । অ্যাকাউন্টগুলির লেনদেন সংক্রান্ত নথি ব্যাঙ্কের কাছে চেয়ে পাঠিয়েছে সিবিআই। সিবিআইয়ের নজরে বড়ঞার তৃণমূল বিধায়কের সম্পত্তিও। সম্পত্তির আনুমানিক মূল্য ৮-১০ কোটি টাকা |তদন্তকারীরা জানাচ্ছেন, ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে জীবনকৃষ্ণ সাহা ও তাঁর স্ত্রী টগরি সাহার ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট উদ্ধার হয়েছে। তার মধ্যে ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট টগরি সাহার। জীবনকৃষ্ণর ৮টি অ্যাকাউন্টের মধ্যে ৭টি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন শাখায়। এছাড়া বীরভূমের সাঁইথিয়ায় বেসরকারি ব্যাঙ্কের শাখায় তাঁর একটি অ্যাকাউন্ট রয়েছে। এই প্রতিটি অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। অ্যাকাউন্টগুলিতে মোট ১ কোটি টাকা রয়েছে বলে সূত্রের খবর।
সিবিআই সূত্রে খবর, চাকরি বিক্রি করে জীবনকৃষ্ণ যে কোটি কোটি টাকা তুলেছিলেন তা কোন কোন প্রভাবশালীকে তিনি পাঠিয়েছেন, কোথায় কোথায় বিনিয়োগ করেছেন তা ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন দেখে খুঁজে বার করার চেষ্টা করছেন গোয়েন্দারা। ইতিমধ্যে মুর্শিদাবাদের আন্দি ও বীরভূমের সাঁইথিয়ায় সিবিআই জীবনকৃষ্ণ ও তাঁর স্ত্রীর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে। সঙ্গে জীবনকৃষ্ণর স্ত্রীর নামে থাকা গয়না ও অন্যান্য রত্নও রয়েছে সিবিআইয়ের নজরে।সূত্রের দাবি, জীবনের আয় বহির্ভূত সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। মিলেছে একাধিক এজেন্টের নাম, মোবাইল নম্বর সহ একাধিক তথ্যও। তাঁদের সঙ্গে জীবনের কীভাবে তথ্য ও টাকাপয়সা দেওয়া নেওয়া হত, আদৌ তা হত কি না সেই সংক্রান্ত তথ্যও জীবনকে জিজ্ঞাসাবাদে মিলেছে বলে দাবি সিবিআইয়ের।