Breaking News

মিড ডে মিলে টাকা নয়ছয় নয়, সাশ্রয় হয়েছে,হিসেব দিয়ে কেন্দ্রকে পাল্টা ব্রাত্য বসুর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মিড–ডে মিল প্রকল্পে ১০০ কোটি টাকা নয়ছয় করেছে রাজ্য, এমনটাই অভিযোগে সরব কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদল। অন্যদিকে, কেন্দ্রের অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি, দুর্নীতি নয়, উল্টে মিড–ডে মিল খাতে সাশ্রয় করেছে রাজ্য। এই দাবি নিয়ে এদিন এক টুইটও করেন শিক্ষামন্ত্রী।তিনি টুইটে জানিয়েছেন, ১০০ কোটি নয়ছয় তো দুর অস্ত, উল্টে রাজ্য সরকার ওই একই সময়ে এই প্রকল্পে ১৮.৮ কোটি টাকা সাশ্রয় করেছে।

ব্রাত্য বসু ‘মিড ডে মিল প্রসঙ্গ: রটনা ও ঘটনা’ শীর্ষনাম দিয়ে টুইট করেছেন। তাতে তিনি জানান, জেআরএম অর্থাৎ যৌথ পর্যালোচনা মিশনের একমাত্র প্রতিনিধির তড়িঘড়ি জমা দেওয়া রিপোর্টে মিড ডে মিলে ১০০ কোটির ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। তার ভিত্তিতে হিসেব করতে বসে দেখা যাচ্ছে, নয়ছয় নয়, একই সময়ে এই প্রকল্পে ১৮.৮ কোটি সাশ্রয় করেছে রাজ্য সরকার। এই হিসেব দিয়েই ব্রাত্যর খোঁচা, ”অযথা চায়ের কাপে তুফান না তুলে জেআরএমের মাননীয় চেয়ারপার্সন কি এই নজিরবিহীন অপদার্থতার যোগ্য জবাবদিহি করবেন অনুগ্রহ করে?”প্রসঙ্গত, দিন কয়েক আগে জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টের কথা উল্লেখ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক অভিযোগ করে, ২০২২ সালে মাত্র ছমাসের মধ্যেই রাজ্য সরকার মিড ডে মিল প্রকল্পে একশো কোটি টাকা নয়ছয় করেছে। ওই ছমাসে সরকার মিড ডে মিল বাড়তি দেখিয়েছে। এর আগে দফায় দফায় কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যে এসেছে মিড ডে মিল প্রকল্পের দুর্নীতির তদন্তে। তারা দিল্লি ফিরে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেয়। তদন্তে আসে জয়েন্ট রিভিউ মিশনও। সেই মিশনের রিপোর্টেই একশো কোটি টাকা নয়ছয়ের অভিযোগ করা হয়েছে রাজ্যের বিরুদ্ধে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরে ব্রাত্য বলেন, জয়েন্ট রিভিউ মিশনে রাজ্যেরও প্রতিনিধি রয়েছেন। তাঁকে না জানিয়েই মিশনের রিপোর্ট কীভাবে প্রকাশ্যে আনা হল বোঝা যাচ্ছে না। বিষয়টি অত্যন্ত অনৈতিক। তারপরই এদিন ব্রাত্য দাবি করলেন, নয়ছয় তো দূরের কথা রাজ্য সরকার ওই সময়কালের মধ্যে ১৮.৮ কোটি টাকা সাশ্রয় করেছে মিড ডে মিল খাতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *