দেবরীনা মণ্ডল সাহা :- তৃণমূল কংগ্রেসের মহিলা কাউন্সিলরকে বেধড়ক মারধর এবং শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে এই কাজ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। ইতিমধ্যেই স্থানীয় থানায় চারজনের নামে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা কাউন্সিলর। নদিয়ার কল্যাণীতে আক্রান্ত মহিলা কাউন্সিলরের নাম বাসন্তী দাস। তিনি কল্যাণী পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। চুলের মুঠি ধরে বেধড়ক মারধর এবং শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে।বাসন্তী দাসের অভিযোগ, সোমবার সন্ধ্যায় নিজের ওয়ার্ডের অফিসে বসে প্রতিদিনের মত কাজ কর্ম সারছিলেন। সেই সময় তাঁর সঙ্গে দলের আরও বেশ কয়েকজকন কর্মী সমর্থকরা ছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা কয়েকজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় অফিসে ঢুকে পড়ে। এরপর তাঁদের ছবি তুলতে শুরু করে। মদ্যপ যুবকদের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করেন বাসন্তীদেবী। এরপর মদ্যপ যুবকরা তাঁকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। একইসঙ্গে দুষ্কৃতীরা বাসন্তী দাসের শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
তাঁর সঙ্গে থাকা অন্যান্য মহিলা তৃণমূল কর্মীদের উপরও দুষ্কৃতীরা চড়াও হয় বলে বলে অভিযোগ।ঘটনার পর কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কাউন্সিলর বাসন্তী দাস। অভিযোগ পাওয়ার পর পুলিশের তরফে ঘটনাস্থল খতিয়ে দেখা হয়। পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপরতা শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।পুলিশ সূত্রে খবর, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কাউন্সিলর বাসন্তী দাসের কাছ থেকে লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল খতিয়ে দেখা হয়েছে। মঙ্গলবারও সেখানে পুলিশ পরিদর্শন করে। আর অভিযুক্তদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপরতা শুরু করেছে পুলিশ। মদ্যপদের শারীরিক বিবরণ শুনে একটা ধারণা হয়েছে। সেটাকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। সব আক্রান্ত মহিলাদের সঙ্গে কথা বলা হয়েছে।