দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার ফের হাইকোর্টের হস্তক্ষেপে চাকরি পেতে চলেছেন এক প্রার্থী। প্রাথমিক নিয়োগের পরীক্ষা দেওয়ার পর চাকরির অপেক্ষায় কেটে গিয়েছে ৯ বছর। অবশেষে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি পেতে চলেছেন চাকরি প্রার্থী অম্বিকা দাশ গঙ্গোপাধ্যায়। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই বিজ্ঞপ্তি অনুসারে ২০১২ সালে পরীক্ষা নেওয়া হয় ও ইন্টারভিউ হয় ২০১৪ সালে। ২০২১ সালে প্যানেল প্রকাশিত হয়। প্যানেলে নাম না থাকায় আরটিআই করেছিলেন এই চাকরি প্রার্থী অম্বিকা দাস গঙ্গোপাধ্যায়। পরে তিনি জানতে পারেন প্যানেলের শেষে যে পরীক্ষার্থীর নাম রয়েছে, তাঁর প্রাপ্ত নম্বরের দ্বিগুন নম্বর পেয়েছিলেন অম্বিকা |
এরপরই হাই কোর্টের দারস্থ হন ওই চাকরিপ্রার্থী।বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে মামলাটি। সেখানেই গোটা বিষয়টা বিবেচনা করে বিচারপতি জানান, অম্বিকা দাশ গঙ্গোপাধ্যায় যোগ্য। সঙ্গে সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় উত্তর ২৪ পরগনার DPSC’কে নির্দেশ দেন, যাতে অম্বিকাকে দ্রুত নিয়োগ করা হয়। আদালতের নির্দেশে অত্যন্ত খুশি ওই চাকরিপ্রার্থী। কতদিনে নিয়োগপত্র হাতে পান, সেই দিকেই তাকিয়ে তিনি। এর আগে ববিতা সরকারের ক্ষেত্রেও দেখা গিয়েছিল একই রকম ঘটনা। অঙ্কিতা অধিকারীর থেকে বেশি নম্বর পাওয়া সত্ত্বেও চাকরি না পাওয়ায় মামলা করেছিলেন ববিতা সরকার। আইনি লড়াইয়ের পর শিক্ষিকা পদে চাকরি পান তিনি। এবার প্রাথমিকেও হাইকোর্টের নির্দেশে চাকরি পেতে চলেছেন অম্বিকা।
Hindustan TV Bangla Bengali News Portal