Breaking News

‘ছোট ব্যাপার, ইগনোর করা ভালো,’ মুকুল প্রসঙ্গে মুখ খুললেন মমতা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মুকুল রায় দিল্লি যাবে, না বম্বে যাবে, তাঁর ব্যাপার। তাঁর ছেলে নিখোঁজ ডায়েরি করেছে। প্রশাসনের দেখা উচিত। নবান্নে সাংবাদিক বৈঠকে মুকুল রায়ের ‘নিখোঁজ’ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মমতা বলেন, ‘কে দিল্লি যাবে, না বম্বে যাবে, না পাঞ্জাব যাবে, সেটা একদমই তাঁর নিজস্ব অধিকার। উনি তো বিজেপিতে মিলে আছেন। ওনার ছেলে একটা মিসিং ডায়েরি করেছে। এখন কেউ যদি ডায়েরি করে যে আমার বাবা মিসিং, এজেন্সি ধরে নিয়ে গিয়েছে, তাহলে প্রশাসনের যা কাজ, তদন্ত করে দেখা, সত্যিই মিসিং কিনা, সে ভালো আছে কিনা, তাঁকে উদ্ধার করা। সেসব প্রশাসন প্রশাসনের মতো করবে।

এটা একদমই তাঁদের ব্যক্তিগত পছন্দ।’এরপরই প্রশ্ন উঠে আসে, মুকুল রায়ের আচমকা দিল্লিযাত্রার নেপথ্যে কি কোনওভাবে কেন্দ্রীয় এজেন্সির চাপ রয়েছে? মমতার জবাব, হতে পারে কেউ হুমকি দিয়েছে। তবে এরপরই তিনি স্পষ্ট করে দেন যে মুকুল রায় কী করছেন বা তাঁর অবস্থান কী, এমন তুচ্ছ বিষয়ে আমল দিতে নারাজ তৃণমূল। সেইসঙ্গে মুকুল রায় বিজেপির বিধায়ক বলেও শিলমোহর দেন মমতা। বলেন, ‘কিন্তু ও তো বিজেপিরই বিধায়ক।’ প্রসঙ্গত, মুকুল রায় এদিন দাবি করেছেন, তিনি কখনও তৃণমূলে যোগদান করেননি বলে! যে মন্তব্যে প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দিতে বা পালটা কোনও মন্তব্য করতে রাজি হননি মুখ্যমন্ত্রী। বরং উপেক্ষার সুরে তাঁকে বলতে শোনা যায়, ‘এটা খুব স্মল ম্যাটার, সো উই ডোন্ট কেয়ার। বেটার টু ইগনোর।’ অর্থাৎ যার তর্জমা করলে দাঁড়ায়, মুকুল খুব ছোট ব্যাপার। অত পাত্তা দেওয়ার দরকার নেই। উপেক্ষা করুন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *