প্রসেনজিৎ ধর, কলকাতা :- জোকা-তারাতলা মেট্রোর জন্য এবার সুখবর। আগামী ১ মে থেকে জোকা-তারাতলা( পার্পল লাইন) মেট্রো সার্ভিস ডবল হয়ে যাচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য় এই বিশেষ ব্যবস্থা। মেট্রোর তরফে এ নিয়ে প্রেস রিলিজ দেওয়া হয়েছে।বাংলা নতুন বছরেই যাত্রীদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো। বাড়ছে জোকা-তারাতলা পার্পল লাইনে দৈনিক মেট্রোর সংখ্যা। ১ মে থেকে মেট্রোর সংখ্যা দ্বিগুন হতে চলেছে। যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মেট্রোর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশদ সমীক্ষা চালানোর পরেই বেহালা এলাকার মানুষের সুবিধার জন্য পার্পল লাইনে দৈনিক মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত। চার মাস আগেই পার্পল লাইনে মেট্রো পরিষেবা শুরু হয়েছে।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, জোকা তারাতলা পার্পল লাইনে আগামী ১ মে সোমবার থেকে মেট্রো রেলের সংখ্যা ডবল করা হচ্ছে। চার মাস আগে এখানে সার্ভিস শুরু হয়েছিল। তার মধ্যেই এই নয়া উদ্যোগ। ওই দিন থেকে রোজ ২৪টি করে সার্ভিস থাকবে। অর্থাৎ ১২টি আপ ও ১২টি ডাউন সার্ভিস। বর্তমানে এই রুটে ১২টি সার্ভিস দেওয়া হয়। সেটাই এবার ডবল করা হচ্ছে।
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই সার্ভিস থাকবে। এদিকে বর্তমানে ৬০ মিনিট অন্তর একটি করে মেট্রো থাকে। তবে এবার এই রুটে ৪০ মিনিট অন্তর একটি করে মেট্রো পরিষেবা থাকবে। পার্পল লাইনে দুপুরবেলা পরিষেবার মধ্যে কোনও গ্যাপ থাকবে না।তারাতলা থেকে সকালের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ২০ মিনিটে। ওই স্টেশন থেকে শেষ মেট্রো মিলবে ৪টে ৪০ মিনিটে। তারাতলা থেকে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোনও সার্ভিস গ্যাপ থাকবে না। মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেছেন যে অফিসগামী এবং ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ করা হবে। এই রুটে দৈনিক মেট্রোর সংখ্যা বৃদ্ধির ফলে ওই এলাকার মানুষ উপকৃত হবেন।