প্রসেনজিৎ ধর, কলকাতা :- ঈদে কড়া নিরাপত্তার চাদরে কলকাতা। ঈদ নির্বিঘ্নে পালনের জন্য একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার কথা জানাল লালবাজার। শুক্রবার রাত থেকেই শহরের নিরাপত্তা কড়া হচ্ছে। বাড়ানো হচ্ছে টহলদারি ও নাকা। আগামী শনিবার (২২ এপ্রিল) সম্ভবত ঈদ পালিত হতে চলেছে। গোটা দেশের মতোই কলকাতা সহ গোটা বাংলায় খুশির উৎসব ঈদ পালিত হবে। সেদিন যাতে মহানগরীতে কোনও রকম বিক্ষিপ্ত ঘটনা না ঘটে, তার জন্য মোতায়েন থাকবে ৩,৫০০ পুলিশ কর্মী। এছাড়া কলকাতার রাস্তায় রাস্তায় বসছে ৩৪৬টি পুলিশ পিকেট। যে কোনওরকম অশান্তি এড়াতে এবং স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে শহরের অলি-গলিতে টহল দেবে পুলিশ বাহিনী। ৫৬টি বাইক প্যাট্রোলিং বাহিনী তৈরি রাখা হচ্ছে। একই সঙ্গে থাকবে ১৮টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড বা HRFS।
নাখোদা মসজিদ সুত্রে খবর, ২১ এপ্রিল চাঁদ দেখে দিল্লীর জামা মসজিদ ২২ তারিখ ঈদ ঘোষনা করতে পারে। তাই নিজেদের প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে কলকাতা পুলিশ। শনিবার রেড রোডে ঈদের র সব থেকে বড় জামাত হবে।পাশাপাশি শহরজুড়ে আরও ৬৭৮টি জায়গায় প্রার্থনা হবে। সেদিন ডেপুটি কমিশনার-সহ কলকাতা পুলিশের অন্য পদস্থ আধিকারিকরা নিজেদের এলাকায় নজরদারি চালাবেন। এছাড়া থাকবে পিসিআর ভ্যান ও কিউআরটি। এবারও ঈদের দিন রেড রোডে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার । যেহেতু মুখ্যমন্ত্রী হাজির হবেন, সেই কারণে কোনও রকম খামতি রাখতে রাজি নয় লালবাজারও।