Breaking News

ঈদ উপলক্ষে বড় ঘোষণা রেলের! যাত্রীদের চাপ সামলাতে ঈদে অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেল

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ঈদ উপলক্ষে আগামী শনি ও রবিবার অতিরিক্ত ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের ভোগান্তি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ঈদের দিন অনেকেই বাড়ি ফেরেন, কেউ যান ঘুরতে। তাই ট্রেনে অস্বাভাবিক ভিড় হতে পারে। আর সেই কারণে সমস্ত যাত্রীর স্বার্থে শনিবার ও রবিবার ইদ স্পেশাল মেমু ট্রেন চালানো হবে। শিয়ালদহ ও কৃষ্ণনগরের মধ্যে এই স্পেশাল ট্রেন চলবে বলে জানানো হয়েছে। পাশাপাশি শিয়ালদহ-লালগোলা-কৃষ্ণনগর প্যাসেঞ্জারের সঙ্গে একটি অতিরিক্ত সেকেন্ড ক্লাস কোচ যুক্ত হবে বলে জানানো হয়েছে।রেল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, শিয়ালদা -কৃষ্ণপুর মেমু স্পেশাল ট্রেন ছাড়বে শুক্রবার রাত ৯ টা ৩৮ মিনিটে। কৃষ্ণপুরে পৌঁছবে রাত ২ টো ৩৫ মিনিটে। পরের দিন শনিবার সকাল কৃষ্ণপুর থেকে ট্রেনটি ১০ টা ১০ মিনিটে ছাড়বে। ট্রেনটি শিয়ালদহ পৌঁছবে দুপুর ৩ টে ২০ মিনিটে। দমদম, ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর, ধুবুলিয়া, মুরাগাছা, বেথুয়াডহরি, দেবগ্রাম, রাজিনগর, বেলডাঙা, সারগাছি, বহরমপুর কোর্ট, কাশিমবাজার, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, ভগবানগোলা স্টেশনে ট্রেনটি দাঁড়াবে বলে পূর্ব রেল জানিয়েছে। দমদম, ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর, ধুবিলয়া, মুরাগাছা, বেথুয়াডহরি, দেবগ্রাম, রাজিনগর, বেলডাঙা, সারগাছি, বহরমপুর কোর্ট, কাশিমবাজার, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ ও ভগবানগোলা স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। এছাড়া, ইন্টারলকিংয়ের কাজের জন্য ২০ এপ্রিল থেকে ৬ মে বেশ কয়েকটি ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে।

কলকাতা-আমেদাবাদ এক্সপ্রেস মাকসি-রুথিয়াই-গুনা-মহাদেওখেদি-মালখেদি দিয়ে ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে। তালিকায় রয়েছে ইন্দোর-হাওড়া শিপ্রা এক্সপ্রেস, হাওড়া-ইন্দোর শিপ্রা এক্সপ্রেস।প্রতিদিন বহু মানুষ ট্রেনে যাতায়াত করেন। ঈদ উপলক্ষে যাত্রীদের সংখ্যা বাড়বে। প্রচণ্ড গরমে ভিড়ের কারণে অস্বস্তিতে পড়বে সাধারণ মানুষ। তাই তাঁদের কথা মাথায় রেখেই ট্রেন সংখ্যা বাড়াচ্ছে রেল কর্তৃপক্ষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *