প্রসেনজিৎ ধর, কলকাতা :-রেড রোডের নমাজে যাওয়ার পর পার্কসার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় | ঈদের সকালে কথা বলেন, রিজওয়ানের মায়ের সঙ্গে। তবে এই প্রথমবার নয়, রিজওয়ানের মৃত্যুর পর থেকেই বিরোধী দলনেত্রী হিসাবে এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রীর হিসাবে তাঁর বাড়িতে যান তিনি। প্রায় দশ মিনিট সেখানে ছিলেন তিনি। রিজওয়ানুরের পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলেন তিনি।শনিবার সকালে প্রথমে রেড রোডে যান মমতা বন্দোপাধ্যায়। সেখানে নামাজ পাঠে উপস্থিত নামাজিদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রেখে তিনি যান পার্ক সার্কাসের লাল মসজিদে। এর পর তিনি পৌঁছন রিজওয়ানুরের বাড়িতে।সেখানে প্রথমে তিনি রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন। এর পর তাঁর বাড়িতে যান। বেশ খানিক ক্ষণ কথা বলেন তাঁর মা, দাদা রুকবানুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যেদের সঙ্গে। রুকবানুর বর্তমানে চাপড়ার বিধায়ক। এমনি মমতা রিজুওয়ানুরের পরিবাররের নিয়মিত খোঁজ খবর রাখেন। ইদের দিনটিতে চেষ্টা করেন রিজওয়ানুর বাড়িতে আসতে। এবারও সেই সূচিতে কোনও বদল হয়নি।
এদিন রিজওনায়ের মা বলেন, ‘ঈদের শুভেচ্ছা জানাতেই তিনি এসেছিলেন। আমার শরীর খারাপ থাকে তো দিদি বলছেন, আপনি কেমন থাকেন? কিন্তু প্রতিবছর উনি আসবেনই।’ প্রসঙ্গত, ২০০৭ সালে রিজওয়ানুর রহমানের মৃত্যুতে বাংলা রাজ্য-রাজনীতি উথাল পাথাল হয়ে গিয়েছিল। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুরের মায়ের পাশে দাঁড়ান। তাঁর মৃত্যুর বিচার চেয়ে পথে নামেন। এখন মমতার পদ বললেছে কিন্তু সেই মায়ের পাশে আজও দাঁড়িয়ে তিনি। তাঁর পরিবারের খবরাখবর নিয়মিতই রাখেন।