দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ঈদের দিনে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে চলা সরকারি বাস ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা রিক্সায়। তার জেরে একজন রিক্সাচালক ব্যাপক আহত হয়েছেন। একজন মারা গিয়েছেন। সল্টলেকে এই মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক রিক্সা চালকের। আর আহতও হয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ। বাসে থাকা যাত্রীরাও আহত হয়েছেন বলে খবর। আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও সরকারি বাসের চালক ঘটনার পর পলাতক।ঈদের সকালে এমন ভয়ঙ্কর দুর্ঘটনার যে সম্মুখীন হতে হবে তা কেউই হয়তো ভাবতে পারেননি। সল্টলেক জিসি আইল্যান্ডে বাস দুর্ঘটনায় আহত ৯ বাস যাত্রী। দুর্ঘটনার বলি ১ ই-রিক্সা চালক। মৃতের নাম বৃন্দাবন প্রধান। বছর ৬৫ বৃন্দাবন আদতে মুর্শিদাবাদের বাসিন্দা। ভাড়া থাকেন কেষ্টপুরে। ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর মিনু দাস চক্রবর্তী। হাসপাতালে যান মেয়র কৃষ্ণা চক্রবর্তী। কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে।প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, এদিন বেলেঘাটা কানেক্টরের দিক থেকে নেতাজি মূর্তির দিকে যাওয়ার পথে দ্রুত গতিতে একটি সরকারি বাস ছুটে আসে। নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। বেকাবু গতির জেরে প্রথমে জিসি আইল্যান্ডে ই-রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একাধিক ই-রিকশাকে ধাক্কা মারে। এরপরই সোজা পার্কের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে যায় বাসটি।
ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। বাসচালক পলাতক। ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।দুই রিক্সাচালক এবং কয়েকজন আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই এক রিক্সাচালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সরকারি বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল বলেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে বলে জানান পথচারীরা। তীব্র গতির জেরেই আইল্যান্ডের কাছে এসে আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি সরকারি বাসের চালক। বাসের কয়েকজন যাত্রীও এই দুর্ঘটনায় আহত হন |পথ দুর্ঘটনার পরই পালিয়ে গিয়েছে সরকারি বাসের চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। এই পথ দুর্ঘটনার পর আবার একবার সল্টলেকে যানবাহনের গতি নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠে গেল। আসলে বিভিন্ন আইল্যান্ডের সিগন্যালগুলি ঠিক মতো কাজ করে না বলে অভিযোগ। আবার সেগুলি মানে না সরকারি বাস বলেও অভিযোগ। আর বাস চালকরা সিগন্যাল না মেনে বেপরোয়া গতিতে চালায় পথ দুর্ঘটনা ঘটছে।