দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামিকাল কোচবিহারের দিনহাটা থেকে জনসংযোগ যাত্রা শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে সোমবার কোচবিহারের উদ্দেশে রওনা হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কর্মসূচি শুরুর ঠিক এক দিন আগে টুইট করে অভিষেককে অভিনন্দন জানিয়ে উৎসাহ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উৎসাহ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার টুইট করে তিনি লেখেন, ‘তৃণমূলে নব জোয়ার হল একটি প্রথম অভিনব রাজনৈতিক প্রয়াস। এই প্রয়াসের জন্য আমি অভিষেক এবং দলের কর্মীদের জনসংযোগ যাত্রা শুরু করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই। এই যাত্রা রাজ্যজুড়ে হবে।’ ভাল প্রার্থী মানুষের মাধ্যমে খুঁজে পেতে এই প্রয়াস বলে জানিয়েছেন অভিষেক। যাতে মানুষ নিজের এলাকার প্রার্থী নিজেরাই ঠিক করতে পারেন। আর প্রার্থী মানুষ ঠিক করলে তাঁকেই তাঁরা ভোট দেবেন। এটা একটা মাস্টারস্ট্রোকও বটে।মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট বার্তা পেয়ে অত্যন্ত খুশি অভিষেক। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই টুইট রিটুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা লেখেন, ‘ধন্যবাদ দিদি। আমাদের সংকল্প তোমার সামাজিক প্রকল্পগুলি জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতির ঊর্ধ্বে উঠে সবার কাছে পৌঁছে দেওয়া। বাংলাকে যাতে সবাই অনুসরণ করে সেই কাজ আমরা চালিয়ে যাব।’
অভিষেকের এই টুইট নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ তিনি বাংলার মানুষ যেভাবে মুখ্যমন্ত্রীকে ডাকেন সেই ভাষাতেই তিনি সম্বোধন করলেন। এখন দেখার এই জনসংযোগ যাত্রা থেকে মানুষের কাছে কি বার্তা যায়।সোমবার কোচবিহার পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার থেকে শুরু করবেন জনসংযোগ যাত্রা। কোচবিহারের দিনহাটা থেকে এই কর্মসূচি শুরু হলেও তা সাগরে এসে শেষ হবে। গোটা বাংলা ঘুরতে সময় লাগবে ৬০ দিন। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা–মন্ত্রী নানা জায়গায় তাঁর সঙ্গে দেখা করবেন। ইতিমধ্যেই কোচবিহারে তাঁবু তৈরি করে ফেলা হয়েছে। সেটা সরেজমিনে দেখে এসেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এমনকী সেজে উঠেছে মদনমোহন মন্দিরও।