Breaking News

সিণ্ডিকেট নিয়েই রাজ্য সরকারের দিকে আঙুল তুললেন জগদীপ ধনখড়! সাংবাদিকদের গোটা বিষয়টি জানানোর আর্জিও জানালেন

নিজস্ব সংবাদদাতা :-সিন্ডিকেট নিয়ে রাজ্যের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন তিনি বলেন, “গণতন্ত্রে স্বাধীনতার সঙ্গে আপস করা যায় না। নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারাটাই স্বাধীনতা। সিন্ডিকেটের কারণে সেই অধিকার খর্ব হচ্ছে।” প্রসঙ্গত, এর আগেও একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারের সাথে মতের অমিল দেখা গিয়েছে রাজ্যপালের। এমনকি সেই নিয়ে একাধিক বিবাদ সমালোচনার মুখেও পড়েছেন তিনি। আর ভোটের আগে এদিন আবারো রাজ্যের সরকারের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। আজই সেন্ট জেভিয়ার্স কলেজের নিউটাউনে ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দেন রাজ্যপাল। আর অনুষ্ঠান শেষে সানবাদিকদের সামনেই তিনি বলেন, “সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ী, এমনকী শিল্পপতিরাও নিজের ইচ্ছায় চলতে পারছেন না”। সংবাদমাধ্যমকে আরো বলেন, “আপনারা সবকিছু দেখান। সরকারের ঠিক করে দেওয়া বিষয় শুধু দেখাবেন না। সবার চোখ খুলে দিন। বাণিজ্য সম্মেলন করে রাজ্যে কত বিনিয়োগ এল তা তুলে ধরুন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *