দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে হাজির নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের পুত্রের ‘বান্ধবী’ ইমন গঙ্গোপাধ্যায়। হুগলির উত্তর পাড়ার বাসিন্দা ইমন ভোরবেলা বাবা বিভাস গঙ্গোপাধ্যায়কে নিয়ে ইডি অফিসে পৌঁছান। তাঁর বাবা পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন দফতরের প্রাক্তন আধিকারিক।এদিন সকাল সাড়ে ৬টা নাগাদই ইডির সিজিও কমপ্লেক্সের দপ্তরে বাবার সঙ্গে পৌঁছে যান ইমন বলে জানা গিয়েছে। এনফোর্সমেন্ট ডিরক্টরেটের তরফে দাবি করা হয়েছিল, অয়নের ছেলে অভিষেকের সঙ্গে দু’টি সংস্থায় যৌথ অংশীদারি রয়েছে ইমনের। শুধু তাই নয়, ২০২০ সালের সেপ্টেম্বরে হুগলিতে এক কোটি টাকা দিয়ে অভিষেক ও ইমনের নামে একটি জমিও কিনেছিলেন অয়ন শীল। এদিকে ইমনের বাবা বিভাস গঙ্গোপাধ্যায় পুর ও নগরোন্নয়ন দপ্তরের আমলা। তাই নিয়োগ দুর্নীতিতে ইমন এবং তাঁর বাবার কোনও যোগ রয়েছে কি না, তা জানতেই তলব করেছিল ইডি |
নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের সময় ইডি জানতে পারে, অয়ন শীলের পুত্র অভিষেকের বান্ধবী ইমনের সঙ্গে যৌথ সম্পত্তি কেনা হয়েছে। সম্পতি কিনতে টাকা অয়নের অ্যাকাউন্ট থেকে গিয়েছে। এমনটি তাঁর অ্যাকাউন্টের নথিতে ইমনের নাম পাওয়া যায়। এর পর ইডি জিজ্ঞাসাবাদের জন্য ইমনকে ডাকার সিদ্ধান্ত নেয়।তদন্তকারী সংস্থার দাবি ইমন ও অভিষেকের যৌথ মালিকানায় একটি পেট্রোল পাম্প আছে। গুড়াপে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে পাম্পটি রয়েছে। ২০২০ সালে ১ কোটি টাকায় ওই পেট্রোল পাম্পটি কেনা হয়েছিল। এছাড়া কলকাতায় বন্ডেল রোডের উপর যৌথ মালিকানায় একটি ফার্ম খুলেছিলেন অভিষেক ও ইমন।এই সব নথি নিয়ে সকাল দশটার সময় ইডি দফতরে হাজির থাকতে বলা হয়। কিন্তু বাবাকে নিয়ে তিনি অনেক আগেই হাজির হয়ে যান ইডির দফতরে।