Breaking News

অভিষেকের ‘নব জোয়ার’এর মধ্যেই কোচবিহারের তুফানগঞ্জে একসঙ্গে পদ ছাড়লেন ৩২ তৃণমূল নেতা!

দেবরীনা মণ্ডল সাহা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের মধ্যেই কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলে তুফান। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মাথাভাঙায় তৃণমূলে নব জোয়ার আনার ডাক দিচ্ছেন তখনই দল ছাড়লেন ৩২ জন নেতাকর্মী। অভিযোগ, দলে গুরুত্ব পাচ্ছেন না তাঁরা।তৃণমূলে ‘নব জোয়ার’ জনসংযোগ কর্মসূচিতে বুধবার তুফানগঞ্জের চিলাখানা ও ক্রিয়া সংস্থার মাঠে রাত্রি যাপন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

রয়েছে জনসভাও। তার আগেই মঙ্গলবার বিকেলে তুফানগঞ্জ-১ নম্বর ব্লকের ধলপল-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা ৩২ নেতা-কর্মী পদত্য়াগ করেন। তাঁদের অভিযোগ, “দলে থেকেও পুরনো কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না। দমবন্ধ হয়ে আসছে। যে পরিকাঠামো নিয়ে দল চলছে তা মেনে নিতে পারছি না। যারা এই এলাকার দায়িত্বে রয়েছে তাঁদের কাছে আমরা অবহেলিত ও বঞ্চিত।”ইস্তফা দেওয়ার পর এক নেতা জানান, তৃণমূল জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাঠের নেতাদের আর দলে কোনও দাম নেই। কিন্তু তারাই দলটা তৈরি করেছিল। দল এখন স্যুট বুট পরা নেতাদের কথায় চলে। আমরা কৃষিজীবী। আমাদের জায়গা আর দলে নেই। অনেকদিন আগেই সেকথা বুঝেছিলাম। তাই আমরা একত্রে দলত্যাগের সিদ্ধান্ত নিলাম। তবে ভবিষ্যতে কোন দলে যোগদান করবেন তা জানাননি তাঁরা।তৃণমূলের গণইস্তফা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি যুগলকিশোর দাস বলেন, তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধলপল এলাকা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে তৃণমূল। মানুষ ওঁদের সঙ্গে নেই। তাই দল ছাড়ছে তৃণমূল নেতারা। যদিও ধলপল অঞ্চলের তৃণমূল সভাপতি পরিমল দাস জানিয়েছেন, “এ বিষয়ে এখনও কিছু জানি না। আমার কাছে পদত্যাগের কোনও খবর নেই। খবর নিয়ে জানাতে হবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *